আর মোটে কয়েক ঘণ্টা তারপরই মুক্তি পেতে চলেছে চার চারটে বাংলা ছবি। কিন্তু বাংলতেই বাংলা ছবির হল পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় সমস্যা। সেই নিয়ে প্রবল চটেছিলেন অভিনেতা-প্রযোজক দেব। ‘খাদান’-এর অ্যাডভান্স বুকিং শুরু না হওয়া নিয়েও সরব হয়েছিলেন তিনি। তারপর অবশ্য শুরু হয় বুকিং। কিন্তু এখনও বেশ চটে রয়েছেন নায়ক। আর তার আভাস পাওয়া গেল অভিনেতার পোস্টে।
বুধবার অ্যাডভান্স বুকিং নিয়ে সমস্যা শুরু হলেও পরে তা চালু করা হয়। কোথায় কেমন বুকিং হচ্ছে সেই আপডেটও অভিনেতা-প্রযোজক ভাগ করে নেন তাঁর সমাজমাধ্যমের পাতায়। কিন্তু তারপরই আবার বৃহস্পতিবার দেবে একটি পোস্ট করেছেন। পোস্টে অভিনেতা তাঁর অনুরাগীদের থেকে জানতে চেয়েছেন তাঁদের কাছের প্রেক্ষাগৃহে 'খাদান' মুক্তি পেয়েছে কিনা। যদি না পায়, তাহলে তার সুরাহা করবেন তিনি। এদিন পোস্ট করে দেব লেখেন, ‘খাদান আগামীকাল মুক্তির জন্য প্রস্তুত। যদি আপনাদের কাছে সিনেমা হলে এই ছবিটি না এসে থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
আরও পড়ুন: ভ্রু কুঁচকে শ্যালক-জামাইবাবুর কথা! সোশ্যাল মিডিয়া কোন ‘থিওরি’ দিচ্ছে
অভিনেতার ডাকে সাড়া দিয়েছেন তাঁর বহু ভক্ত। একজন কমেন্ট করেছেন, ‘পুরুলিয়াতে একটাও শো নেই।’ আর একজন লেখেন, ‘দেব দা আমি মুর্শিদাবাদের জঙ্গীপুরে থাকি। আমাদের এখানে কোনও হল নেই। কিন্তু এখানে তোমার ভক্তরা আছে। যদি খাদান দেখার কিছু ব্যবস্থা করো, তাহলে আমারও 'খাদান' দেখতে পেতাম।'
প্রসঙ্গত, বুধবার 'পুষ্পা ২' -এর নাম না করেই তিনি জানান যে, অন্য ভাষার ছবির জন্য হল পাচ্ছে না ‘খাদান’। তিনি তাঁর অনুরাগীদের কাছে রীতিমত ক্ষমা চান অ্যাডভান্স বুকিং না খোলায় জন্য। বুধবার পোস্ট করে দেব লিখেছিলেন, ‘আমি আমার দর্শকদের থেকে আন্তরিক ভাবে মন থেকে ক্ষমা চাইছি এখনও অ্যাডভান্স বুকিং না খোলায়। বিশ্বাস করুন আমি চেষ্টা করছি। আমাকে বিশ্বাস করুন, আমি এখনও খাদানের জন্য শো পেতে চেষ্টা করছি। অগ্রিম টিকিট বুকিং যাতে খোলা হয় তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির জন্য খাদান এখনও শো পাচ্ছে না। আমি এর জন্য খুবই দুঃখিত। আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ধৈর্য্য ধরুন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার এই লড়াই আমি বন্ধ করব না।'
আরও পড়ুন: ‘ওর ইচ্ছে ছিল মায়ের বিয়েতে নিত-কনে হবে’, বেশি বয়সে মল্লিকাকে বিয়ের পিঁড়িতে বসতে সাহস দেয় মেয়েই
উল্লেখ্য, ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ৪ টি বাংলা ছবি। প্রতিম ডি গুপ্তর ক্রাইম থ্রিলার 'চালচিত্র', দেব এবং যিশু অভিনীত ‘খাদান’, রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘সন্তান’ ও মানসী সিনহা পরিচালিত ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।