আগামী ২৫ ডিসেম্বর, হ্যাঁ একেবারেই বড়দিনের দিনই টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন। সেই বিশেষ দিনটি আসতে যদিও এখনও কয়েকদিন বাকি তবুও তাতে কী? এখন থেকেই তাঁর জন্মদিনের উদযাপন শুরু হয়ে গেল। শুক্রবার প্রধান ছবির প্রিমিয়ারের পরই পার্টি মুডে দেখা গেল দেব এবং রুক্মিণীকে।
দেবের প্রিবার্থডে সেলিব্রেশন
২২ ডিসেম্বর মুক্তি পেল প্রধান। প্রিয়া সিনেমায় বসেছিল চাঁদের হাট। সেখানে কাজ সেরে, প্রিমিয়ারের পর প্রিবার্থডে সেলিব্রেশনে মেতে উঠলেন দেব। কেক কাটলেন প্রিয়জনদের উপস্থিতিতে। এদিন কেক কেটে রুক্মিণীকে সেটা খাইয়েও দেন টলি তারকা। পাল্টা রুক্মিণীও তাঁকে কেক খাইয়ে দেন এদিন।
আরও পড়ুন: একসঙ্গে তিন বছর, জমিয়ে নাচ চাহাল-ধনশ্রীর! লিখলেন, 'একমাত্র তুমি করলেই...'
আরও পড়ুন: 'আমাদের ভবিষৎ উজ্জ্বল', মেনুকা-পীযূষের ডুয়েটে মুগ্ধ শ্রেয়া, তুলনা টানলেন লতা-রফির সঙ্গে!
দেবের ভক্তদের তরফে অভিনেতার প্রিবার্থডে সেলিব্রেশনের ছবি এবং ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আর সেটা সামনে আসতেই রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।
এই বছর ২৫ ডিসেম্বর দেব ৪১ এ পা দেবেন। অভিনেতার জন্মদিন নিয়ে তাঁর ভক্তদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস কোনওটাই কম দেখা যায় না। উল্টে নানা ভাবে তাঁরা এই বিশেষ দিনটি কাটান। দেবের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্রও তাঁর জন্য একাধিক সারপ্রাইজ প্ল্যান করেন। টলিউডের অন্যতম পছন্দের জুটি তাঁরা। হামেশাই কাপল গোল সেট করতে দেখা যায় তাঁদের। আর দেবের জন্মদিন মানে রুক্মিণী বিশেষ কিছু আয়োজন করবেনই। এবার কী আয়োজন করেছেন সেটা তো সময় এলেই জানা যাবে। তবে আপাতত তার আগে একটা প্রিবার্থডে সেলিব্রেশনে মেতে উঠলেন তাঁরা।
এদিনের এই অনুষ্ঠানে দেবের একাধিক সহকর্মীকে দেখা যায়। সৌমিতৃষা, জন সহ আরও অনেকেই ছিলেন এই পার্টিতে।