গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি, গোদের উফর বিষফোঁড়া হয়ে দেখা গিয়েছে ডিভিসি থেকে ছাড়া জল। জোড়া ফলায় বিদ্ধ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। জল যন্ত্রণায় নাকাল দেবের সাংসদীয় এলাকার মানুষজন। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে পৌঁছেছিলেন সাংসদ।
ঘাটালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, মানুষকে পরিষেবা সব রকমভাবে পৌঁছে দিতে বদ্ধপরিকর দেব। কঠিন সময়ে ঘাটালবাসীর পাশে থাকার আশ্বাস দেন তারকা সাংসদ। মঙ্গলে আকাশ পরিষ্কার হওয়ায়, পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। এর মাঝেই এদিন কলকাতায় ফিরে বিশ্বকর্মা পুজোয় শরিক হলেন দেব।
নিজর প্রয়োজনা সংস্থার বিশ্বকর্মায় পুজোয় দেবের সঙ্গী তাঁর মনের মানুষ রুক্মিণী। সাদা শর্ট কুর্তা স্টাইল শার্ট আর ডেনিমে ধরা দিলেন দেব। সাদা শিফনে ঝলমলে রুক্মিণী। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আসন্ন ছবির পোস্টার চাঁদমালা বিশ্বকর্মার হাতে। টেক্কা, খাদান এবং রুক্মিণীর বিনোদিনীর পোস্টার দেখা মিলল সেই চাঁদমালায়। দেবের অফিসে আয়োজিত বিশ্বকর্মা পুজোয় সামিল হলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্য়ায়, সৃজারা। পৌঁছেছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরীও।
ছবির ক্যাপশনে দেব শুধু লেখেন- ‘আজকে’। দেবকে অনুরাগীরা বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানান, কেউ কেউ টেক্কার সাফল্য কামনা করেন। অনেকেই বিয়ে নিয়ে খোঁচা দিতে ছাড়েননি। লেখেন, ‘দাদা এবার তো বিয়েটা সেরেই ফেলো’।
প্রসঙ্গত, উৎসবে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমর্থনে মুখ খুলেছিলেন দেব। টেক্কার টিজার লঞ্চে তৃণমূলের তারকা সাংসদের সেই বক্তব্য নিয়ে কম আলোচনা হয়নি। দেব স্পষ্ট জানিয়েছিলেন, উৎসবে ফেরা মানে প্রতিবাদ বন্ধ হওয়া নয়। পাশাপাশি শুরু থেকেই এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা। তবে তৃণমূল সাংসদ সাধারণ মানুষের কথা ভেবে বারংবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন।
সোমবার রাতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ শেষের পর দিদির দরাজ প্রশংসা করেন তারকা সাংসদ। এক্স হ্যান্ডেলে দিদির উদ্দেশে লেখেন, 'মমতা দিদি আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাড়ালেন।’
পুজোয় মুক্তি পাবে দেব অভিনীত টেক্কা। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে জমাদারের চরিত্রে রয়েছেন দেব। পরিস্থিতির চাপে সে এক স্কুলের বাচ্চাকে কিডন্যাপ করবে। যাকে উদ্ধারের দায়িত্ব পুলিশ অফিসার রুক্মিণীর কাঁধে। ছবিতে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়ও।