বাংলাদেশে তুফান তুলছে শাকিব-মিমির ‘তুফান’। এর মাঝেই দু-দিন আগে ভারতে মুক্তি পেয়েছে এই ছবি। তুফান নিয়ে কলকাতায় তেমন উন্মাদনা চোখে পড়েনি। এর মধ্যেই অন্য গুঞ্জন টলিপাড়ায় দানা বেঁধেছে। এর মাঝেই তুফান পরিচালক এক সাক্ষাৎকারে দাবি করেন, টলিউড সুপারস্টার দেব এবং জিত তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে তো সেই নিয়ে রীতিমত হইচই। জিতের মুখে এই নিয়ে কুলুপ, তবে প্রতিক্রিয়া জানালেন দেব। রবিবার ফেসবুক স্টোরিতে এই প্রসঙ্গে একটি পোস্ট করেছেন দেব। সেখানে রায়হান রাফির বয়ানে দাবি করা হয়েছে, দেব ও জিৎ তাঁর সঙ্গে কাজ করতে রাজি। দেব লেখেন, ‘খবরটা সত্যি নয়। তবুও আমার তরফে ওঁর জন্য শুভেচ্ছা।’
পরিচালক রায়হান রাফি নাকি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তুফান’ রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি এখনও কাউকে কমফার্ম করিনি।' তিনি আরও বলেন, ‘মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ভারতের সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও ছবি করার প্ল্যান আছে। জিৎদা তো বাংলার সুপারস্টার। তবে টলিউডের আরও অনেককেই ভালো লাগে। কিন্তু এখনই এর থেকে বেশি কিছু বলতে চাই না।’
দেবের বয়ানে স্পষ্ট রাফির সঙ্গে এহেন কোনও কথাই হয়নি ঘাটালের সাংসদের! তাহলে এমন আলটপকা মন্তব্য কেন করলেন তিনি? উত্তর জানা নেই। করোনাকালের আগে বাংলাদেশি ছবি কমান্ডো-তে অভিনয় করার কথা ছিল দেবের। শ্যুটিংও শুরু হয়েছিল, কিন্তু এগোয়নি সেই ছবির কাজ। পরে বাক্সবন্দি হয়ে পড়ে পরিচালক শামীম আহমেদ রনীর ছবি। প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার সঙ্গে দেবের মতের অমিলের জন্যই নাকি কাজ এগোয়নি। ভবিষ্যতে কি অন্য কোনও বাংলাদেশি ছবি কিংবা যৌথ প্রযোজনার ছবিতে দেখা যাবে দেবকে? উত্তর অধরা।
লোকসভা ভোটের জন্য মাঝে কয়েকদিন সিনেমার শ্যুটিং থেকে দূরে ছিলেন দেব। তবে ফের পুরোদমে কাজে নেমে পড়েছেন। দেব অভিনীত খাদান রিলিজের অপেক্ষায়। সৃজিতের সঙ্গে পুজোয় টেক্কা নিয়ে আসছেন দেব। এই ছবির শেষ পর্যায়ের শ্যুটিং বাকি। ওদিকে খুব শীঘ্রই এসভিএফের ব্যানারে রঘু ডাকাতে কাজ শুরু করবেন দেব। এছাড়াও টনিক, প্রজাপতি, প্রধানের পর পরিচালক অভিজিৎ সেনের ছবিতে দেখা যাবে দেবকে।