উত্তরবঙ্গের অবস্থা এখন রীতিমতো শোচনীয়। বহু পর্যটক আটকে রয়েছেন উত্তরবঙ্গে। রাস্তায় নেমেছে ধস, শান্ত নদী অশান্ত রূপ ধারণ করেছে। কার্যত ভাসছে উত্তরবঙ্গ, বিপর্যস্ত জনজীবন। এর মধ্যেই রুক্মিণী মৈত্র তাঁর নতুন ছবির টিজার লঞ্চ বাতিল করেন। আর এরপর দেবকে দেখা গেল বন্যা কবলিত মানুষদের জন্য ত্রানের ব্যবস্থা করতে।
আরও পড়ুন: টেকেনি প্রেম! বিকিনিতে ছবি পোস্ট করে নিজেকে খোঁজার বার্তা জি বাংলার নায়িকার
মঙ্গলবার সমাজমাধ্যমের পাতায় দেব ত্রান বিতরণের বেশ কিছু ছবি ভাগ করে নেন। তবে দেব নিজে সেখানে উপস্থিত ছিলেন না। তাঁর প্রতিনিধিরাই তাঁর হয়ে ত্রাণ বিতরণ করেছেন। দেবের শেয়ার করা ছবিতে দেখা যায় একটি পোস্টার লাগানো, তাতে দেবের ছবি দেওয়া। তার পাশে লেখা, ‘উত্তরের বন্যায় দেব’। সামনে চাল, আলু, ডাল, সবজি সব রাখা। একাধিক ছবি ভাগ করে নিয়ে দেব ক্যাপশনে লেখেন, ‘উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তাঁরা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।’ দেবের এই পোস্ট দেখেই অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন।
অন্যদিকে, এরপর পরই সমাজ মাধ্যমের পাতায় দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তও পোস্ট করেছেন। তাঁরা পোস্টে লিখেছেন, ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে, কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে-হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী, ফের রসিকতায় মাতলেন অক্ষয়, করলেন কোন গোপন প্রশ্ন?
ক্যাপশনে তাঁরা লেখেন, ‘এই কঠিন লড়াইয়ের সময় আমাদের মন উত্তরবঙ্গের মানুষের সঙ্গেই রয়েছে। যদিও আমাদের এই পাশে থাকা, ছোট পদক্ষেপের মতো মনে হতে পারে, তবে এক্ষেত্রে আপনারাও আমাদের সঙ্গে সামিল হতে পারেন। আমরা অনেক দূরে থাকতে পারি, কিন্তু আমরা প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে আছি। আপনাদের সাহস, আমাদের শক্তি।’
তবে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বাংলার তারকাদের পুজো কার্নিভালে অংশগ্রহণ নিয়ে অনেকেই বেশ বিরক্ত হয়ে ছিলেন। তারপর ইন্ড্রাস্টির পক্ষ থেকে ত্রান তহবিল খুলে সাধারণ মানুষদের থেকে সাহায্য চাওয়ার জন্যও অনেকেই নানা কটূক্তি করেছেন অভিনেতাদের।