আসছে খাদান। আর ১০ দিন বাকি মোটে। এখন জোরকদমে চলছে ছবির প্রচার। বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে টিম নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছেন দেব। রবিবার, ৮ ডিসেম্বর তাঁরা পৌঁছে গিয়েছিলেন মধ্যমগ্রামে। সেখানে দেবকে দেখতে ঢল নেমেছিল মানুষের।
খাদানের প্রচারে মধ্যমগ্রামে দেব
মধ্যমগ্রামের স্টার মলে রবিবার খাদান ছবির টিম নিয়ে পৌঁছেছিলেন দেব। আর তাঁকে একবার সামনে থেকে দেখার নেশায় উপচে পড়েছিল ভিড়। সেই ভিড়ের ঠ্যালায় কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় যশোর রোড। আর সেই ভিড় সামলাতে গিয়ে এদিন রীতিমত নাজেহাল হতে হয় পুলিশকে। লাঠি উঁচিয়ে ভিড় ম্যানেজ করতে হয় পর্যন্ত তাঁদের।
অবস্থা দেখে দেব মঞ্চে উঠেই মাইক হাতে বলেন, 'এমন কিছু করবেন না যাতে আমাকে এখনই চলে যেতে হয়। অনেক শিশু, মহিলারা আছেন। কোনও ধাক্কাধাক্কি করবেন না। অনুরোধ করছি।' জানা গিয়েছে এদিন একদিকের রাস্তা বন্ধ করে আরেকদিক দিয়ে বের করতে হয় আগত জনতাকে। যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। পুলিশের তরফে জানানো হয় খালি প্রোমোশনের খবরটুকুই জানানো হয়েছিল পুলিশকে। বাকি বিষয়ে তাঁদের সেভাবে আপডেট দেওয়া হয়নি।
এদিন দেব অনুরাগীদের সঙ্গে সেখানে হায় রে বিয়ে গানটির হুক স্টেপ নাচেন। মলের ভিতর তো বটেই, রাস্তায় পর্যন্ত উপচে পড়েছিল মানুষ।
খাদানের প্রচারে জিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য বার্তা দেবের
এদিন মধ্যমগ্রাম যাওয়ার পথে টিম বাসে দেব, রথিজিৎ ভট্টাচার্য, নীলায়ন চট্টোপাধ্যায় মন মানে না ছবিটির টাইটেল ট্র্যাক গান। গানের শেষে দেবকে বলতে শোনা যায়, 'আমরা তোমায় খুব ভালোবাসি জিৎ গাঙ্গুলি। জিৎদা অনেক ধন্যবাদ আমাদের এত এত বড় বড় ব্লকবাস্টার গান দেওয়ার জন্য। আমরা তোমায় ভালোবাসি, তোমায় মিস করছি। টিম খাদান তোমার শুভেচ্ছা, ভালো স্বাস্থ্য এবং অনেক অনেক ব্যাঙ্ক ব্যালেন্স জানানোর শুভেচ্ছা জানাল।'
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।