একদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’, অপরদিকে ‘RRR’-এর মতো ছবি। এসবের মাঝেই সিনেমাহলে লোক টানছে দেবের ‘টনিক’। টানা ১০০ দিন সিনেমাহলে দেবর সিনেমা। বাংলা ছবি হিসেবে রেকর্ড তো বটেই! শনিবার সন্ধেয় তারই উদযাপন সাউথ সিটি মলে। ছবির সমস্ত তারকা, কলা-কুশলীদের নিয়ে ছবিটি আরও একবার দেখলেন প্রযোজক অতনু রায়চৌধুরী এবং অভিনেতা-প্রযোজক দেব অধিকারী।
ছবিটি রমরমিয়ে চলছে সাউথ সিটি মল, ডায়মন্ড প্লাজা, নন্দনে। দেব-পরান বন্দ্যোপাধ্যায় জুটি সাবাশি কুড়িয়েছে প্রথম থেকেই। এমনকী, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারেও ছবির টিআরপি ছিল আকাশছোঁয়া। টিভিতে একবার দেখানোর পর, ওটিটিতে চলে আসার পরেও যেভাবে সবাই ‘টনিক’ দেখতে সিনেমাহলে যাচ্ছেন, তাতে খুশি পরিচালক অভিজিৎ সেনও।
করোনা পরবর্তী নিউ নরমালেই মুক্তি পেয়েছে দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটিতে ‘টনিক’! আর যা খেয়ে পাগল হয়েছে দর্শক। টনিক কিন্তু ছাড়িয়ে গিয়েছে ‘৮৩’ সিনেমার বাণিজ্যিক সাফল্য। যেই ছবিতে আছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের মতো জাতীয় চেহারা।
প্রসঙ্গত, ‘টনিক’-এর সাফল্যের মাঝেই দেবের আরেকটা ছবি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। দেব আর রুক্মিণী মিত্র আবার একসাথে আসছেন বড় পরদায়। বাস্তবের কেমিস্ট্রি ফুটে উঠতে চলেছে রুপোলি পরদাতেও। এটা নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ কিছু কম না।
ছবি ঘোষণার সময়তেই জানা গিয়েছিল ‘কিশমিশ’-এ দেবকে দেখা যাবে তিনটি ভূমিকায়। মুখ্য চরিত্রটি অবশ্যই কমিক বুক আর্টিস্ট কৃশানুর। রুক্মিনী এখানে থাকবেন রোহিনীর চরিত্রে। তিনটি সময়কালের গল্প নিয়ে তৈরি হয়েছে 'কিশমিশ'। পরিচালনায় রাহুল মুখোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, লিলি চক্রবর্তীদেরও দেখা মিলেছে ট্রেলারে।