পুজোয় তাঁর দোর্দণ্ড প্রতাপে কাঁপবে বাংলা। সেই আভাস আগেই দিয়েছেন। কিন্তু সেটার আগে টিমের সঙ্গে খোশমেজাজে ধরা দিলেন দেব। রাত পোহালেই রঙের উৎসবে ভাসবে গোটা ভারত। তার আগেই এদিন রং খেলতে দেখা গেল দেবকে। একাধিক ছবিও শেয়ার করলেন তিনি।
আরও পড়ুন: শাহিদ-করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২' -র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
টিম রঘু ডাকাতের দোল
এদিন দেব যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সহ অভিনেত্রী সোহিনী সরকার, এবং টিমের বাকি সদস্যরা উপস্থিত আছেন। দেবের প্রযোজনা সংস্থার অফিসেই এদিন তাঁরা দোল খেলেন। হলুদ, গোলাপি আবিরে রাঙিয়ে দেব একে অন্যকে।
এদিনের এই রং খেলার একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে দোলের অগ্রিম শুভেচ্ছা জানান দেব। লেখেন, 'শুভ দোল ২০২৫। টিম রঘু ডাকাত।'
রঘু ডাকাতের জন্য দেবের প্রস্তুতি
কিছুদিন আগেই নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন যে রঘু ডাকাত ছবিটির জন্য তিনি ঘোড়া চালানো শিখছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন ঘোড়াকে খাবার খাওয়ানোর একটি ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। বোঝা যায় যে এই ছবির প্রস্তুতি তুঙ্গে। খালি ঘোড়া চালানো নয়, জানা গিয়েছে অভিনেতা নাকি সেই সময়কার ভাষাও রপ্ত করছেন।
রঘু ডাকাত প্রসঙ্গে
দেব অভিনীত রঘু ডাকাত ছবিটির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার। থাকবেন খাদানের 'কিশোরী' গার্ল ইধিকা পালও। SVF এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ উদ্যোগে আসবে এই ছবি। ২০২৫ এর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এটি।
আরও পড়ুন: ভারতীয় নায়ক-নায়িকারা অতীত, বদলের বাংলাদেশে ঢালিউডে এবার কাজ করবেন পাকিস্তানি মডেল! কে তিনি?
সরস্বতী পুজোর দিন শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গিয়েছে রঘু ডাকাতের। সেখানে দেব, অনির্বাণ, ইধিকা ছাড়াও রূপা গঙ্গোপাধ্যায়, প্রমুখকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
দেবের অন্যান্য কাজ
চলতি বছরের মাঝামাঝি মুক্তি পাচ্ছে ধূমকেতু। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে এই ছবিটি। এখানে আবারও দেব, শুভশ্রী জুটিকে দেখতে পাবেন দর্শকরা। এছাড়া তাঁর হাতে আছে অভিজিৎ সেন পরিচালিত ছবি প্রজাপতি ২। সেখানে আবারও তিনি জুটি বাঁধবেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে।