দুবাইয়ে ‘রঘু ডাকাত’ ছবির প্রিমিয়ার নিয়ে ব্যস্ত দেব। এই প্রথম তিনি নিজের কোনও ছবিকে নিয়ে গেলেন বিদেশে। খুব স্বাভাবিকভাবেই প্রথমেই অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরে খুশি অভিনেতা।
তবে এই বিদেশ ভ্রমণে তিনি একা নন, সঙ্গে নিয়েছেন গোটা পরিবার এবং অনির্বাণ চক্রবর্তীকে। বিদেশের মাটিতে রঘু ডাকাত প্রিমিয়ার লঞ্চ করতে পেরে যারপরনাই খুশি অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একটি ছবি ভাগ করে নিলেন দেব। এর আগে বিমানে বসে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: '৪টি ছবি দেখে আমার উপলব্ধি...', দেব না আবির, কাকে বেশি নম্বর দিলেন কৌশিক?
আরও পড়ুন: 'বাপ ঠাকুরদার ভিটে বেচেই তো ...', হঠাৎ কাদের ওপর রেগে গেলেন মধুবনী?
দেব যে ছবি পোস্ট করেছিলেন সেখানে দেখা গিয়েছিল, বিমান সংস্থার তরফ থেকে একটি ডেসার্ট দেওয়া হয়েছে যেখানে লেখা, ‘তোমায় স্বাগত দেব। স্বাগত রঘু ডাকাত।’ এর আগেও গোটা পরিবারকে নিয়ে লন্ডন সফরে গিয়েছিলেন দেব। ‘প্রজাপতি ২’ ছবির শুটিং চলাকালীন মা-বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেতাকে।
এবার দুবাই থেকে সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের সঙ্গে একটি ছবি ভাগ করে দেব লেখেন, ‘প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। প্রথম কোনও বাংলা ছবি যার প্রিমিয়ার হল আবুধাবিতে। দেশের জন্য আরও অনেক কিছু করার ইচ্ছা রয়েছে, সবার কাছে এটাই অঙ্গীকার। রঘু ডাকাতের ইন্টারন্যাশনাল প্রিমিয়ার থেকে।’
অনির্বাণ ছাড়াও মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন দেব। যাকে নিয়ে অভিনেতার সবকিছু জড়িয়ে রয়েছে, তাকে ছাড়া পোস্ট করলে কি চলে! তাই এই আনন্দের মুহূর্তের অন্যতম সাক্ষী হিসেবে রেখেছেন মাকে। যদি শুধু মা নয়, বোন এবং বাবাও উপস্থিত ছিলেন সেখানে।
আরও পড়ুন: হইচইতে একের পর এক রহস্য ভেদ, ‘ইন্দু’-র পর এবার আসছে ‘কালরাত্রি’-র নতুন সিজন
আরও পড়ুন: পরিবারের সঙ্গে বিদেশ সফর দেবের, ‘রঘু ডাকাত’ পেতে চলেছে আন্তর্জাতিক তকমা
গত ২৫ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পায় ‘রঘু ডাকাত’। এই ছবিতে দেব ছাড়া অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, সোহিনী সরকার, রুপা গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। দুর্গাপুজোয় মুক্তিপ্রাপ্ত আরও তিনটি ছবির সঙ্গে বেশ ভালই প্রতিযোগিতা করেছে এই ছবিটি।
এবার দেশের পন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে প্রিমিয়ার হল ছবিটির। শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন শিল্পী হিসাবে বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সবরকম চেষ্টা করছেন দেব, হাজার মতবিরোধ থাকলেও এই ব্যাপারে সবাই একমত হবেনই।