আর গুনে গুনে ঠিক ১০ দিন বাকি খাদান মুক্তি পেতে। বর্তমানে জমিয়ে ছবির প্রচার চালাচ্ছেন দেব। টিম নিয়ে পৌঁছে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন তিনি চলে গিয়েছেন মালদায়। তবে গাড়ি বা হেলিকপ্টারে নয়। বন্দে ভারত করে পৌঁছেছেন গন্তব্যে।
আরও পড়ুন: সিংঘম এগেনের সঙ্গে সংঘর্ষে ক্ষতি হয়েছে উভয়ের, দাবি ভুল ভুলাইয়া ৩ -র পরিচালক আনিস বাজমির
বন্দে ভারত ট্রেনে করে মালদায় এলেন দেব
এদিন দেব নিজেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ভোর রাতে তিনি হাওড়া এসে পৌঁছান। কড়া নিরাপত্তার ঘেরাটোপে হেঁটে এসে ওঠেন ট্রেনে। পরনে ছিল খাদানের টিশার্ট, কালো জ্যাকেট এবং ডেনিম। মাথায় টুপি এবং মুখে মাস্কও দেখা যায় তাঁর।
মালদায় টিমের সঙ্গে দেব
এদিন দেব মালদা পৌঁছে অনুরাগীদের মুখোমুখি হন। ছবির দুই নায়িকা ইধিকা পাল এবং স্নেহা বসুর সঙ্গে মঞ্চ কাঁপান। দর্শকদের সঙ্গে করেন নাচ। খাদান ছবিটির রাজার রাজা গানটিতে তাঁদের নাচতে দেখা যায়। মঞ্চের দুই পাশে এদিন তাঁদের অগণিত ভক্ত ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে ছিলেন। অভিনেতা নিজে যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন সেখানে দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে কেবল মাথার ভিড়। বাংলার সুপারস্টারকে দেখতে যে সেখানে ভিড় উপচে পড়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না।
খাদান টিমের পরবর্তী গন্তব্য কোথায়?
এদিন দেব নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে জানান যে মালদার পর তাঁরা খাদান ছবিটির প্রচার করতে কোথায় যেতে চলেছেন। আর তাঁদের পরবর্তী ডেস্টিনেশন হল শিলিগুড়ি। আগামীকাল অর্থাৎ ১১ ডিসেম্বর, বুধবার শিলিগুড়ির ভেগা সার্কেল মলে থাকবে টিম খাদান।
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।