বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev on Bangladesh: 'খুব একটা কঠিন সময়, শুধু চাই যে...' অগ্নিগর্ভ বাংলাদেশ, সহপ্রযোজকের মৃত্যুর পর কী বললেন দেব?

Dev on Bangladesh: 'খুব একটা কঠিন সময়, শুধু চাই যে...' অগ্নিগর্ভ বাংলাদেশ, সহপ্রযোজকের মৃত্যুর পর কী বললেন দেব?

সহপ্রযোজকের মৃত্যুর পর কী বললেন দেব?

Dev on Bangladesh: ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। খুন করা হয়েছে দেবের সহ প্রযোজককে। এবার পড়শি দেশের এই পরিস্থিতি নিয়ে কী বললেন দেব?

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। খুন করা হয়েছে দেবের সহ প্রযোজককে। এবার পড়শি দেশের এই পরিস্থিতি নিয়ে কী বললেন দেব?

আরও পড়ুন: শাড়ি-ব্রা-কমোড-এসি অতীত, গণভবন থেকে হাসিনার ডিওরের ট্রলি তুলে পালালেন মহিলা! কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া

কী জানিয়েছেন দেব?

সোমবার, ৫ অগস্ট জানা যায় ওপার বাংলার জনপ্রিয় প্রযোজক সেলিম খান এবং তাঁর ছেলে শান্ত খানকে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা। আর এই ঘটনা এবং বাংলাদেশের এমনই ওভার অল ছবিটি দেখে বড়ই উদ্বিগ্ন দেব। উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করে এদিন দেব সাংবাদিকদের জানিয়েছেন, ' খালি সেলিম বা ওঁর পরিবার নয়। বিগত কয়েকদিন ধরেই গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজ্যুয়াল সামনে আসছে সেটা উদ্বেগজনক। এটা যদিও সম্পূর্ণ ভাবে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার তাই সেই ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। তবুও চাই যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। ওঁরা সকলে যে ভালোবাসা, আনন্দ নিয়ে থাকেন সেটাই যেন আবার ফিরে আসে।'

এদিন দেব আরও জানান, 'আমার তো প্রথমে বিশ্বাস হয়নি যে সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্যই সময়টা ভীষণ কঠিন। ওই দেশটায় বহুবার গিয়েছি। আমার খুব পছন্দের জায়গা। ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ওঁরা ভীষণ শান্ত, ভদ্র। তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে। ওঁরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।'

আরও পড়ুন: বলিউডে কামব্যাকের আগেই বিপদে ফাওয়াদ! ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হল তাঁর এবং সনমের শো বরজাখ, কিন্তু কেন?

আরও পড়ুন: 'রামের থেকে রাবণ ভালো'! বিতর্ক উসকে কেন এমন বললেন এসএস রাজামৌলি?

কী ঘটেছে বাংলাদেশে?

সোমবার, ৫ অগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তাঁর পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। হিন্দুদের বাড়িতে চালানো হচ্ছে আক্রমণ। বাদ গেলেন না জলের গান খ্যাত ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।

বায়োস্কোপ খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.