অপেক্ষার অবসান, মুক্তি পেল দেব অভিনীত বাঘা যতীন। আর প্রথম দিনই ভক্তদের থেকে দারুণ সাড়া পেল এই ছবি। প্রথম দিনই পছন্দের অভিনেতার ছবি দেখতে অনেকেই ভিড় জমালেন হলের সামনে। চলল ঢাক ঢোল বাজিয়ে আনন্দ। কোথাও কোথাও পোস্টারে পরানো হয় মালাও। তবে এদিন দেব ভক্তদের কাছে এক বিশেষ আবেদন করে বসলেন।
দেব কী আবেদন করলেন?
দেব এদিন তাঁর ভক্তদের একটি বিশেষ অনুরোধ করলেন। বললেন তাঁরা কেউ যেন ছবিটি রেকর্ড না করেন। দেব এদিন তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, 'একটাই রিকোয়েস্ট সবাইকে, কেউ প্লিজ ছবি দেখতে দেখতে ছবির কোনও ক্লিপ রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কেবল বাঘা যতীন নয়, এই সময় অন্যান্য যে যে ছবি চলছে সবগুলোই তাই।'
আজকাল পাইরেসির রমরমা। ছবি মুক্তি পেতে না পেতেই অনলাইনে তা এসে যায়। তাছাড়া ছোট ছোট ক্লিপ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তো এখন নতুন ট্রেন্ড। সেগুলো আবার ভাইরালও হয়। তাই এদিন দেব এই দুটো জিনিস করতেই তাঁর ভক্ত এবং দর্শকদের নিষেধ করলেন।
আরও পড়ুন: ‘জওয়ান,পাঠান যেখান থেকে করেছে…’, বাঘাযতীনের গানের প্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন 'বাঘা যতীন'?
নেটিজেনরা কী বলছেন?
দেবের এই পোস্টে অনেকেই সাড়া দিয়েছেন। তাঁরা জানিয়েছেন যে তাঁরা ছবির কোনও অংশ রেকর্ড করবেন না। এক ব্যক্তি লেখেন, 'হ্যাঁ, আমরা পাইরেসিকে সমর্থন করি না। হলে গিয়ে দেখব নইলে না।' 'হ্যাঁ দাদা আমরা কেউ এটাকে সমর্থন করি না। তোমার ছবি দারুণ লেগেছে আমাদের' মন্তব্য আরেকজনের। একজন লেখেন, 'সকলের মন জিতে নিয়েছেন আপনি।'
বাঘা যতীন প্রসঙ্গে
বাঘা যতীন ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পেল। এই ছবিটির পরিচালনা করেছেন অরুণ রায়। অভিনয়ে আছেন দেব, সৃজা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী।