আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলায় শিউরে উঠেছে গোটা দেশ। সুবিচার চেয়ে পথে নেমেছেন লাখ লাখ মানুষ। তবে এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে সেভাবে মুখ খোলেননি দেব। বরং টলিউডের তারকা যখন পথে নেমেছিলেন, তখন বান্ধবীকে নিয়ে সৌদিতে ছুটি কাটাচ্ছিলেন ঘাটালের সাংসদ। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তেমন কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি দেবকে।
কেবলমাত্র খাদানের টিজার মুক্তি স্থগিত রেখে শোকবার্তা দিয়েছিলেন। তারপর থেকেই দেব সমালোচনায়বিদ্ধ। দেবের চরম ভক্তরাও নায়কের অবস্থান দেখে হতাশ! শাসক দলের প্রতিনিধি বলেই কি চুপ? উঠেছে প্রশ্ন! এর মাঝেই গত বুধবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দেবের বাবা। হার্টে ব্লকেজ দেখা গিয়েছে তাঁর। তবে অসুস্থ বাবাকে সামলই শনিবার আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ মঞ্চে সামিল হতে পারেন দেব। জল্পনা এমনটাই। শনিবার সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের সদস্যরা গণ অবস্থানে শরিক হবেন টলিগঞ্জের কিশোরকুমারের মূর্তি সংলগ্ন এলাকায়।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই অবস্থান। চর্চা সেখানে থাকতে পারেন দেব। অন্তত কিছু সময়ের জন্য হলেও উপস্থিত হবেন তিনি। এই জল্পনায় সিলমোহর দিয়েছেন আর্টিস্ট ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায়। রঞ্জিত মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়রাও নাকি এদিন উপস্থিত থাকবেন। ফোরামের কার্যকরী সভাপতি জিৎ কিন্তু এদিনের প্রতিবাদ সমাবেশে থাকবেন না। কাজের সূত্রে আপতত শহরের বাইরে নায়ক। শুধু জিৎ নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ও একই কারণে এদিন আর্টিস্ট ফোরামের প্রতিবাদে সামিল হতে পারবেন না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তাঁরা।
প্রসেনজিৎ-শাশ্বত অবশ্য আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন। শোনা যাচ্ছে, এদিন আর্টিস্ট ফোরামের প্রতিবাদ মঞ্চে দেখা যেতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এতদিন শহরের বাইরে থাকায় কোনও প্রতিবাদ মিছিলে অংশ নিতে পারেননি অভিনেত্রী। ওদিকে প্রতীকি প্রতিবাদ জানাতে শঙ্খ বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাকে পরিণত হন ঋতুপর্ণা। পরে বাধ্য হয়ে সেই ভিডিয়ো মুছে দেন।
ঋতুপর্ণার ভিডিয়ো এডিট করা, তিনি প্রকৃতপক্ষে শাঁখ বাজাননি, শঙ্খধ্বনি এডিট করে জোড়া হয়েছিল! ভিডিয়ো দেখে এমনটাই দাবি করেছিল নেটিজেনরা। ঋতুপর্ণার শাঁখ বাজানোর ধরণ নিয়েও কম হাসাহাসি হয়নি। ঋতুপর্ণা অবশ্য সশরীরে হাজির না থাকলেও আরজি কর ইস্যুতে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব থেকেছেন। তিনিও এক মেয়ের মা। শহরের নারী সুরক্ষা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন নায়িকা।