রেড রোড পুজো কার্নিভালে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী-সহ টলিপাড়ার একঝাঁক তারকা। পরদিন উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি নিয়ে বার্তা দিয়ে ট্রোলের মুখে পড়েন বুম্বাদা। বাদ থাকেননি দেব-সহ ইন্ডাস্ট্রির অপর তারকারাও। তবে মঙ্গলবার সন্ধ্যায় দেবী চৌধুরানির স্পেশ্যাল স্ক্রিনিং-য়ে সব কটাক্ষকে পাত্তা না দিয়ে নর্থ বেঙ্গলের পাশে থাকার বার্তা দিলেন দেব-প্রসেনজিৎরা।
এদিন প্রসেনজিৎ বলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেবে টলিউড। শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ২০ লক্ষ টাকা ত্রাণ সংগ্রহ করেছেন তারকারা। বুম্বাদা জানান, ‘আমরা বিনোদন জগতে যাঁরা থাকি তাঁদের প্রচুর কমিটমেন্ট থাকে, দিনের শেষে আমরাও মানুষ। আমাদের পরিবারে কিছু ঘটলেও আমাদের গিয়ে কাজটা করতে হয়। যেটা ঘটেছে সেটা আমাদের সবার কাছে মর্মান্তিক। উত্তরবঙ্গের সঙ্গে আমাদের যোগাযোগ বহু বছরের। অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। আমরা সবাই মিলে অল্প সময়ের মধ্যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে একটা ভালো অঙ্ক দিতে পারব’।
টলিপাড়ার সকল প্রযোজকই প্রসেনজিৎ এবং দেবের ডাকে সাড়া দিয়েছেন বলে জানান তাঁরা। সঙ্গে রয়েছেন বনি-কৌশানি, অঙ্কুশ, শ্রাবন্তীরা। প্রসেনজিৎ বলেন, ‘যাঁরা চলে গেছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। আমারা সত্যিই দুঃখিত, এর বাইরে আমাদের কিছু করার থাকে না। এটা মানুষকে বুঝতে হবে। আমরা মানুষকে আনন্দ দিই। আমরা এইটুকু উদ্যোগ নিয়েছি’।
ট্রোল প্রসঙ্গে দেব সাফ জানান, ‘,সেলিব্রিটিরা সফট টার্গেট। আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা ট্রোলের জন্য নয়। আমরা বহুদিন ধরে উত্তরবঙ্গের সঙ্গে বুম্বাদার যোগাযোগ, আমি তো সম্প্রতি ওখানে গিয়েছিলাম। আমি তো পরশুদিন থেকেই ত্রাণ পাঠাতে শুরু করেছি। এরপর বুম্বাদার সঙ্গে কথা হয়, রানে ফোন করে। আমরা সকলে মিলে সাহায্যের ব্য়াপারে ঠিক করি। তারপর আমি চিফ সেক্রেটারিকে ফোন করি যে আমরা একটা অঙ্ক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিতে চাই, সেটা কী সম্ভব? উনি জানান নিশ্চয়ই সম্ভব’।
দেব জানান, শক্রুতা না বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে একজোট হয়ে লড়তে হবে। সরকারকে আরও সতর্ক হতে হবে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য। সাধারণ মানুষকেও উত্তরবঙ্গের জন্য ত্রাণ পাঠানোর জন্য আহ্বান জানান দুই সুপারস্টার।