খাদান মুক্তির বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির গান কিশোরী। আর প্রথম থেকেই সেই গান নজর কেড়ে নেয় দর্শক, শ্রোতাদের। এবার জানা গেল কিশোরী গানটির মুকুটে লাগল নতুন পালক। কতই বা ভিউজ পেল তিন সপ্তাহে?
আরও পড়ুন: পুষ্পা ২ জ্বরে ধরাশায়ী বেবি জন! শনিবার সাড়ে ১২ কোটি আয় আল্লুর ছবির, কী হাল বরুণের?
কিশোরী গানটিকে নিয়ে কী জানালেন দেব?
এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে দেব একটি পোস্ট করে জানান খাদান ছবির কিশোরী গানটি দ্রুত গতিতে ভিউজ নিরিখে বাড়তে থাকা বাংলা গান হয়েছে। এই পোস্টেই দেব আরও জানান গানটি যে কেবল মানুষের মন ছুঁয়ে গিয়েছে সেটাই নয়, একই সঙ্গে একাধিক রেকর্ড ভাঙছে। মাত্র ২৩ দিনে ৪ কোটির বেশি ভিউজ পেয়েছে বলেই জানিয়েছেন দেব।
শুধু তাই নয়, ইনস্টাগ্রামে এই গানে প্রায় ৭ লাখ রিল বানানো হয়েছে। ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও প্রবল ভাবে ট্রেন্ডিং এই গানটি।
কিশোরী সাফল্য পেতেই দেব এদিন লেখেন, 'এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।' তবে কেবল কিশোরী নয়, খাদান ছবিটির হায় রে বিয়ে, রাধারাণী গানগুলো দারুণ ভাবে সাড়া পেয়েছে। প্রশংসিত হয়েছে। বিশেষ পিছিয়ে যে রাজার রাজ বা বাপ এসেছে।
কিশোরী গানটি গেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র। গানটি কম্পোজ করেছেন রথিজিৎ। লিরিক্স লিখেছেন ঋতম সেন।
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।
এদিন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে একটু টুইটে জানানো হয়েছে ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত খাদান ছবিটি জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ১ কোটি ২৪ লাখ টাকার ব্যবসা করেছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং সুরিন্দর ফিল্মস অর্থাৎ খাদান ছবির দুই প্রযোজকের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ২৭ ডিসেম্বর পর্যন্ত খাদান বক্স অফিসে ৭ কোটি ২৬ লাখ টাকার ব্যবসা করেছে বলেই জানানো হয়েছে। আর এই এক সপ্তাহে সাড়ে তিন লাখ মানুষ দেখেছেন এই ছবিটি।