আর মাত্র কয়েকদিন বাকি খাদান ছবিটি মুক্তি পেতে। এখন গোটা বাংলা জুড়ে ঘুরে ঘুরে ছবির প্রচার চালাচ্ছেন দেব। কিন্তু এর মধ্যে কী এমন ঘটল যে তিনি তাঁর অনুরাগীর থেকে ক্ষমা চাইলেন?
কী ঘটেছে?
সম্প্রতি খাদান ছবির প্রচারে মধ্যমগ্রামের স্টার মলে গিয়েছিলেন দেব। আর এদিন এক দেব অনুরাগী এক্স হ্যান্ডেলে সেখানকার বেশ কিছু ছবি এবং ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ উগরে দেন অভিনেতার বিরুদ্ধে। লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায়না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’ আর এই পোস্টের পরই দেব সেটা রিটুইট করেন এবং ভক্তের থেকে ক্ষমা প্রার্থনা করেন।
দেব এদিন এই পোস্ট শেয়ার করে ক্ষমা চেয়ে লেখেন, 'খুবই দুঃখিত মোহনা এটার জন্য। পরের বার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব। খাদানকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।'
মধ্যমগ্রামে খাদান ছবির প্রচারে দেব
মধ্যমগ্রামের স্টার মলে রবিবার খাদান ছবির টিম নিয়ে পৌঁছেছিলেন দেব। আর তাঁকে একবার সামনে থেকে দেখার নেশায় উপচে পড়েছিল ভিড়। সেই ভিড়ের ঠ্যালায় কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় যশোর রোড। আর সেই ভিড় সামলাতে গিয়ে এদিন রীতিমত নাজেহাল হতে হয় পুলিশকে। লাঠি উঁচিয়ে ভিড় ম্যানেজ করতে হয় পর্যন্ত তাঁদের।
অবস্থা দেখে দেব মঞ্চে উঠেই মাইক হাতে বলেন, 'এমন কিছু করবেন না যাতে আমাকে এখনই চলে যেতে হয়। অনেক শিশু, মহিলারা আছেন। কোনও ধাক্কাধাক্কি করবেন না। অনুরোধ করছি।' জানা গিয়েছে এদিন একদিকের রাস্তা বন্ধ করে আরেকদিক দিয়ে বের করতে হয় আগত জনতাকে। যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। পুলিশের তরফে জানানো হয় খালি প্রোমোশনের খবরটুকুই জানানো হয়েছিল পুলিশকে। বাকি বিষয়ে তাঁদের সেভাবে আপডেট দেওয়া হয়নি। এদিন দেব অনুরাগীদের সঙ্গে সেখানে হায় রে বিয়ে গানটির হুক স্টেপ নাচেন। মলের ভিতর তো বটেই, রাস্তায় পর্যন্ত উপচে পড়েছিল মানুষ।
আরও পড়ুন: ডিভোর্সের বছর ঘুরতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন জিতু? কী কী গুণ থাকতে হবে সঙ্গীর?
আরও পড়ুন: হাত জোড় করে ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, ধরলেন কানও! কী হল হঠাৎ?
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।