বাংলা নিউজ > বায়োস্কোপ > মুখ্যমন্ত্রীর রিভিউ কমিটিতে দেব-প্রসেনজিৎ সহ আর কারা আছেন? প্রথম মিটিং শেষ কী জানালেন ঘাটালের সাংসদ?

মুখ্যমন্ত্রীর রিভিউ কমিটিতে দেব-প্রসেনজিৎ সহ আর কারা আছেন? প্রথম মিটিং শেষ কী জানালেন ঘাটালের সাংসদ?

মুখ্যমন্ত্রীর রিভিউ কমিটিতে দেব-প্রসেনজিৎ সহ আর কারা আছেন?

Dev-Prosenjit: কিছুদিন আগে রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের ঝামেলার পর প্রায় স্তব্ধ হতে বসেছিল টলিউড। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় সেই জট কাটে। তারপর এদিন রিভিউ কমিটির প্রথম মিটিংয়ের পর কী জানালেন দেব?

কিছুদিন আগে রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের ঝামেলার জেরে প্রায় স্তব্ধ হতে বসেছিল টলিউড। পরিচালকরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তখন অচলাবস্থা কাটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যস্থতা করতে হয়। তিনিই তৈরি করে দেন রিভিউ কমিটি। আর এদিন সেই কমিটির প্রথম মিটিং ছিল।

আরও পড়ুন: '১০০ গ্রাম বেশি ওজনের গল্প বিশ্বাস করেন?' অলিম্পিক্সে ষড়যন্ত্র শিকার ভিনেশ, অনুমান স্বরার, কুস্তিগিরকে কটাক্ষ কঙ্গনার

আরও পড়ুন: রায়বাঘিনী নন্দিনী অপরাজিতার সব দিকে কড়া নজর! দাদা-বৌদির বৌভাতে কী উপহার দিলেন নতুন বউকে?

কারা আছেন রিভিউ কমিটিতে?

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া রিভিউ কমিটিতে আছেন ২ অভিনেতা দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক গৌতম ঘোষ এবং গায়ক ইন্দ্রনীল সেন। এদিন তাঁদের এই রিভিউ কমিটির প্রথম মিটিংয়ের পর আপডেট দিলেন দেব।

কী জানালেন দেব?

এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি পোস্ট করে লেখেন, 'সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া রিভিউ কমিটির প্রথম মিটিং হয়ে গেল। নন্দনে ইন্ডাস্ট্রির উন্নতি এবং অগ্রগতির জন্য এই মিটিং করা হল। খুবই ভালো, সুস্থ এবং গঠনমূলক আলোচনা হয়েছে এদিন।' যদিও কী নিয়ে আলোচনা হয়েছে, সেখানে কী ঠিক হয়েছে সেটা জানাননি দেব।

এর আগে মুখ্যমন্ত্রী কী জানিয়েছিলেন?

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেব জানান, এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একই সঙ্গে বলেছেন কেউ কোনও ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই দেব টুইট করে জানিয়েছিলেন, ‘ধন্যবাদ দিদি, আশা করছি সন্ধ্যার মধ্যে সব সমাধান হয়ে যাবে। আগামিকাল (বুধবার) থেকে আবার শ্যুটিং শুরু হয়ে যাবে। সমস্ত কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং সমস্ত স্টেকহোল্ডারদের ধন্যবাদ।’

আরও পড়ুন: শেষবারের মতো...' থামছে তোমাদের রাণীর পথচলা, দুর্জানির বিয়ে দিয়েই শেষ হবে ধারাবাহিক? প্রকাশ্যে এল ঝলক

আরও পড়ুন: 'স্বপ্নকে দাগ দিও না...' পুড়ে ছাই বাংলাদেশের জলের গানের গায়ক রাহুলের বাড়ি, প্রকাশ্যে এল সেখানে রেকর্ড করা শেষ ভিডিয়ো

পরিচালকদের তরফে গৌতম ঘোষ জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

বায়োস্কোপ খবর

Latest News

আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের এলেন, দেখলেন, এক বলেই মায়াঙ্কের উইকেট নিলেন, দলীপে বোলার শ্রেয়সের কামাল- ভিডিয়ো একহাতে ধরে ইয়ালিনি, অপরহাতে ইউভানের জন্মদিনের কেক কাটলেন শুভশ্রী হাসছে দুর্গাপুর ও বোলপুর! বাংলার ২ বন্দে ভারত কোথায় দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘দুই হাতে দুই ছেলেমেয়ে, মেয়েরা তো দশভূজা…’! শুভশ্রীর ভিডিয়োতে লিখলেন অনুরাগী কিশোরী যাত্রীকে শ্লীলতাহানি, ট্রেনেই রেলকর্মীকে পিটিয়ে খুন অনন্ত চতুর্দশীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিন ক্ষণ তিথি ও শুভ সময় 'ওহ মারা গেছে..',শাহরুখকে ছেলের মৃত্যু সংবাদ দেয় কাজল,করণের চোখে জুটির সেরা সিন! দলীপে রানের পাহাড়ে রুতুরাজরা, ঈশ্বরনদের পালটা হাফ-সেঞ্চুরিতে জমে গিয়েছে লড়াই লন্ডন থেকে ফিরেই ৪৫ মিনিট নেটে অনুশীলন কোহলির! প্রথম দিনে পুরোদমে বোলিং বুমরাহর…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.