ঘাটাল কেন্দ্র থেকে লড়াই করব না বলেও আবারও ভোটের ময়দানে সামিল হয়েছে দেব। সিনেমার কাজ আপাতত স্থগিত রেখে বিগত দেড় মাসের বেশি সময় ধরে জমিয়ে প্রচার করেছেন। বা এখনও করে যাচ্ছেন। জনসংযোগে এতটুকু ফাঁকি রাখছেন না দেব। তবে এদিন প্রচারে বেরিয়ে তিনি যে কাণ্ড ঘটালেন সেটা দেখে হেসে খুন নেটপাড়া। এক ভদ্রলোকের সঙ্গে এদিন তিনি ছবি পোস্ট করেন। দেখুন তো তাঁকে চিনতে পারছেন?
দেবের নতুন পোস্ট
এদিন প্রচারে বেরিয়ে দেব এক ব্যক্তির সঙ্গে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে দেব সেই ব্যক্তিকে জড়িয়ে দারুণ হাসি হেসে পোজ দিচ্ছেন। সেই ব্যক্তির কপালে সবুজ আবিরের টিকা। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ' কেশপুর।' আর এটি পোস্ট করা মাত্রই দেবের ইশারা বুঝতে কারও বাকি থাকেনি। আর তাতেই মজা পেয়েছেন সকলে।
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'
আসলে এই পোস্টের মাধ্যমে দেব এদিন এক প্রকার তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। কেন? কারণ দেবের সঙ্গে থাকা ব্যক্তিকে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে তিনি যে সে ব্যক্তি নন। এই ব্যক্তিই কিছুদিন আগে হিরণকে একটি বিশেষ পরামর্শ দেন আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
কী বলেছিলেন সেই ব্যক্তি হিরণকে?
হিরণ চট্টোপাধ্যায়ের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে গিয়েছেন। সেখানে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'আজকে এসেছি কেশপুরেতে। আমি জানি না কী ভাষায় বলব। আমার মনের মধ্যে কোনও ভাষা নেই।' তিনি এই কথা বলতেই পাশ থেকে সেখানকার এক স্থানীয় বলে বসেন, 'বাংলা ভাষাতেই কথা বলেন।' এই ভিডিয়ো ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে।
কে কী বলছেন দেবের পোস্টে?
এক ব্যক্তি লেখেন, 'কাকা আবার সেলিব্রিটি হয়ে গেল।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আই জাস্ট লাভ দিস ম্যান। যাঁরা বুঝেছেন তাঁরা বুঝেছেন। বাকি নাহয় থাক।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তাহলে সবাই কাকুর ফ্যান হিসাবে যেটা আসে আর কি।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'একঘর লাগছে। কাকা আমি বাংলায় বললাম,ঠিক আছে তো।'