আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে খাদান। বর্তমানে জোর কদমে প্রচার চলছে এই ছবির। কলকাতা থেকে জেলা সর্বত্র ছবির টিম নিয়ে পৌঁছে যাচ্ছেন দেব। তার আগেই ছবির সহ-অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে কোমর দোলাতে দেখা গেল দেবকে।
আরও পড়ুন: শীতের দুপুরে ব্যাডমিন্টনে মন কৌশিকীর! 'ছোটবেলার নস্টালজিয়া' উসকে যোগ দিলেন শান্তনু-ইমনও
কী ঘটেছে?
এদিন দেব তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি এবং যিশু দুজনেই খাদান ছবির সংলাপ লেখা টিশার্ট পরে আছেন। সঙ্গে জিন্স। এই বেশে তাঁরা দুজন ছবির হায় রে বিয়ে হল কেনে গানটির হুক স্টেপে নাচছেন। তবে কেবল তাঁরাই নন। এদিন তাঁদের সঙ্গে দেখা যায় ছবির অন্যান্য অভিনেতাদেরও। ছিলেন স্নেহা বসু, ইধিকা পাল। ছিলেন ছবির পরিচালক সুজিত রিনো দত্ত।
এই ভিডিয়ো পোস্ট করে দেব লেখেন, 'ট্রেন্ড মেনে হায় রে বিয়ে হল কেনে গানটিতে রিল বানানোর সময় হয়ে গিয়েছে।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এটা পুরোপুরি ইমোশন। সেই প্রেমের কাহিনীর নস্টালজিয়া উসকে গেল।' প্রসঙ্গত প্রেমের কাহিনী ছবিটিতে দেব এবং কোয়েলের সঙ্গে বিশেষ চরিত্রে যিশু সেনগুপ্তকেও দেখা গিয়েছিল। কেউ আবার লেখেন, 'গানটির কোরিওগ্রাফি কে করেছে? অজয় দেবগন নাকি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আকাশ আর গৌতম আছে, বর্ষাকে মিস করছি।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'দেব দা তুমি তো বিয়েই করনি, আর এখনই বলছ হায় রে বিয়ে হল কেনে!'
হায় রে বিয়ে গানটি প্রসঙ্গে
হায় রে বিয়ে গানটির কথা লিখেছেন, কম্পোজ করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, সুদীপ নন্দী এবং জুন বন্দ্যোপাধ্যায়। হায় রে বিয়ে গানটি আদ্যোপান্ত একটি বিয়ের, অনুষ্ঠানের গান। জমাটি, নাচের গানও বলা যায়। তবে কার বিয়েতে দেব, যিশু এবং তাঁদের দুজনের স্ত্রী অর্থাৎ বরখা বিস্ত এবং স্নেহা বসু নাচ করছেন সেটা ভিডিয়ো দেখে স্পষ্ট হল না। তবে দুই অভিনেত্রীকে লাল শাড়ি, ব্লাউজ পরে, খোঁপায় ফুল লাগিয়ে জমিয়ে নাচতে দেখা গেল ভিডিয়োতে। বাদ যাননি দেবও। তাঁকে যোগ সঙ্গত দিয়েছেন তাঁর বন্ধু যিশু সেনগুপ্ত। সাদা ধুতি পঞ্জাবি পরে তাঁকে খোল বাজাতে দেখা গিয়েছে
আরও পড়ুন: কয়লাখনিতে 'কিশোরী' ইধিকার সঙ্গে রোম্যান্স দেবের! অন্তরা-রথিজিতের গান শীতেই আনল বসন্তের আমেজ
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। মুক্তি পেয়েছে হায় রে বিয়ে, রাজার রাজা, কিশোরী সহ ছবির একাধিক গান। প্রকাশ্যে এসেছে একাধিক চরিত্রদের লুক। ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে মান্ডির চরিত্রে। অন্যদিকে ইধিকা পাল থাকবেন লতিকার চরিত্রে। বরখা এবং স্নেহাকে যথাক্রমে দেখা যাবে যমুনা এবং রেখার চরিত্রে। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।