গত মাসেই মুক্তি পেয়েছে টেক্কা। পুজোর সময় শাস্ত্রী এবং বহুরূপী ছবি দুটোর সঙ্গে বক্স অফিসে দারুণ টক্কর দিয়ে ভালোই ব্যবসা করেছে দেবের ছবি। আর সেই ছবির রেশ কাটতে না কাটতেই, সাকসেস পার্টি হতেই খাদান ছবির নতুন আপডেট দিলেন অভিনেতা। কী জানালেন?
আরও পড়ুন: 'স্বপ্ন ছিল আমার...' দুর্গাপুজোতেই প্রেমের ইস্তেহার, প্রেমিকের সঙ্গে পাহাড়ে ছুটি কাটিয়ে মধুমিতা কী লিখলেন?
কী জানালেন দেব?
এদিন দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর কাঁধে ধরা মোটা রশি। আর সেই রশি দিয়েই তিনি পিছনে থাকা তাণ্ডবরত শিবের মূর্তি টানছেন। দেবের পরনে বেইজ কমলা রঙের মিশ্রণের জামা। এদিন এই ছবি পোস্ট করেন তিনি তাঁর আগামী ছবি খাদানের আপডেট দিলেন।
কী জানালেন? এক ছবির ক্যাপশনের মাধ্যমেই সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানান। বাদ দেননি দিওয়ালির শুভেচ্ছা জানাতে। সঙ্গে লেখেন, 'দেখা হচ্ছে বড়দিনে। প্রথম গান রাজা আসছে শীঘ্রই মুক্তি পাচ্ছে।' সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন খাদান।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্ট মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'খাদান পুরো মাস ছবি হবে। আগুন হয়েছে লুকটা। ব্লকবাস্টার হবে এটাও।' আরেক ব্যক্তি লেখেন, 'শ্যাম মাহাতো! উফ ছবিটা দেখেই উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল।' তৃতীয় ব্যক্তি লেখেন, ' কবে মুক্তি পাবে ছবির টিজার?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'রাজা আসছে, নাচাতে। আমরা তৈরি।'
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটিতে উঠে আসবে কয়লাখনির মাফিয়াদের কথা। সঙ্গে থাকবে দুই বন্ধুর কথা, আর এক দুই বন্ধুর চরিত্রে থাকবেন দেব এবং যিশু সেনগুপ্ত। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বরখা বিস্ত, ইধিকা পাল, প্রমুখ। চলতি বছরের বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: রিহ্যাব থেকে ছাড়া পাওয়ার মাস ঘুরতে না ঘুরতেই ফের মঞ্চে নোবেল, কথা মতো সত্যিই কি বদলালেন নিজেকে?
দেবের অন্যান্য কাজ
দেবকে আগামী বছর প্রতীক্ষা ছবিতে দেখা যাবে। অভিজিৎ সেন ছবিটির পরিচালনা করবেন। দেবের সঙ্গে দেখা থাকবেন মিঠুন চক্রবর্তী এবং বাংলাদেশি অভিনেত্রী। এছাড়া তাঁর রঘু ডাকাত আসার কথা আছে। ৪ বছর আগেও ঘোষণা করে নানা কারণে পিছিয়ে যাচ্ছে ছবির কাজ।