পুজোয় মুক্তি পাচ্ছে টেক্কা। জোর কদমে চলছে ছবির প্রচারের কাজ। প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার। আর কদিন পরই বড় পর্দায় আসছে ছবি। তার আগেই ফের কোন নতুন আপডেট দিলেন দেব তাও এরম ভয়াবহ লুকে? কী ঘটেছে?
আরও পড়ুন : RG Kar কাণ্ডের রেশ, উৎসবের সঙ্গে জন্মদিনের হইচইতেও ‘না’! বিয়ের পর প্রথম বার্থডে কীভাবে কাটালেন সোহিনী?
আরও পড়ুন : অটো যায় যাক! মধ্যরাস্তায় শাড়ি পরে দেদার নাচছে যুবতী, পাশে হাঁ করে দেখছেন 'কাকু'! হেসে খুন নেটপাড়া
কী আপডেট দিলেন দেব?
দেব এদিন একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে একটি খাঁড়া ধরা। রাগত চোখে তাকিয়ে আছেন তিনি। পরনের জামায় লেগে রক্তের দাগ। ভাবছেন কী ঘটেছে? কিছুই নয়। আসলে এটা দেবের আগামী ছবি খাদানের লুক। এই ছবিটি পোস্ট করে এদিন দেব জানান ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হল। ছবির ক্যাপশনে লেখেন, 'ফাইনালি শেষ হল শ্যুটিং। দেখা হচ্ছে বড় পর্দায়।'
আরও পড়ুন : দাদাসাহেব ফালকে পেতেই মহাগুরুর 'নম্রতা'র ঝলক পোস্ট বিজেপির অমিত মালব্যর! পুরোনো ভিডিয়োতে কী বলেছিলেন মিঠুন?
কী নিয়ে খাদান ছবির গল্প?
খাদান ছবিতে উঠে আসবে কয়লা খনির কথা। আর দুই বন্ধুর কথা। এই দুই বন্ধুর চরিত্রে থাকবেন দেব এবং যিশু সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে থাকবেন ইধিকা পাল, বরখা বিস্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। এই বছর শীতের ছুটিতে আসবে এই ছবিটি।
দেবের টেক্কা
পুজোর সময় মুক্তি পাচ্ছে দেবের টেক্কা। ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে অভিনেতাকে দেখা যাবে সাফাইকর্মীর চরিত্রে, নাম ইকলাখ। অন্যান্য চরিত্রে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্ত, প্রমুখ। দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি হওয়া ছবিটি আসছে ৮ অক্টোবর।
আরও পড়ুন : একদিকে ডাকাতি, আরেকদিকে পরিবারের চাপ! রুদ্ধশ্বাস থ্রিল - অ্যাকশনে জমজমাট শিবপ্রসাদ - আবিরের বহুরূপীর ঝলক
দেবের অন্যান্য কাজ
দেবকে আগামীতে দেখা যাবে অভিজিৎ সেনের ছবিতে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি, নাম প্রতীক্ষা। সেখানে দেবের সঙ্গে থাকবেন বাংলাদেশি নায়িকা। এছাড়া থাকবেন মিঠুন চক্রবর্তীও। পারিবারিক গল্প দেখা যাবে সেখানে।