বাংলা নিউজ > বায়োস্কোপ > রহস্য ফেলে রোম্যান্টিক মুডে দেব, প্রকাশ্যে এল ‘সত্যবতী’ রুক্মিণীর ফার্স্ট লুক

রহস্য ফেলে রোম্যান্টিক মুডে দেব, প্রকাশ্যে এল ‘সত্যবতী’ রুক্মিণীর ফার্স্ট লুক

প্রকাশ্যে এল ‘সত্যবতী’ রুক্মিণীর ফার্স্ট লুক

Byomkesh O Durgo Rohosyo: ব্যোমকেশ হিসেবে দেবের প্রথম লুক আগেই প্রকাশ্যে এসেছিল। এবার অভিনেতা নিজেই প্রকাশ্যে আনলেন সত্যবতী হিসেবে রুক্মিণীর ফার্স্ট লুক। গোধূলি বেলায় হ্রদের ধারে ডুব দিলেন একে অন্যের চোখে।

‘ব্যোমকেশ’ হিসেবে দেবের ছবি আগেই প্রকাশ্যে এসেছিল। সেটা নিয়ে বিস্তর চর্চাও হয়েছে। কেউ কেউ যেমন বাহবা দিয়েছেন, তেমনই হয়েছে ট্রোল। এবার সেসবকে পিছনে ফেলে প্রকাশ্যে এল ‘সত্যবতী’ হিসেবে রুক্মিণী মৈত্রর প্রথম লুক।

রহস্য ভুলে দেবকে রুক্মিণীর চোখ ডুবতে দেখা গেল। রোম্যান্টিক মুডে ধরা দিলেন অভিনেতা। দেব সদ্যই দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে প্রথম ছবিতেই ‘সত্যবতী’ হিসেবে রুক্মিণীর প্রথম লুক দেখা যাচ্ছে।

এই ছবিতে দেব আর রুক্মিণী একটি হ্রদের সামনে দাঁড়িয়ে আছেন একে অন্যের হাত ধরে। পিছনে একটি ছোট পাহাড়। গোধূলি বেলায় তোলা এই ছবিতে তাঁদের অবয়বটুকু দেখা যাচ্ছে। রুক্মিণীর পরনে শাড়ি। তাঁর হাতে শাঁখা পলা পরা। সঙ্গে লম্বা বিনুনি তো আছেই। চুল আলুথালু হয়ে বাতাসে ভাসছে। তিনি যে গর্ভবতী সেটাও এই ছবি থেকে বেশ স্পষ্ট। অন্যদিকে দেবের পরনে ফতুয়া আর সাদা ধুতি। দুজনের মুখেই হাসি লেগে।

এই ছবিটা পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, 'আমাদের ছবির শিডিউল নম্বর ৩ -এর শুটিং শেষ হল। ঝাড়খণ্ড এবং বোলপুরে ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শুটিং শেষ। এবার পালা শিডিউল নম্বর ৪ -এর। কিছু অদেখা দুর্দান্ত ভিজ্যুয়ালের জন্য তৈরি হয়ে যান। আমাদের শুভেচ্ছা জানাবেন।'

আরেকটি ছবিতে পরিচালক বিরসা সহ বাকি টিমমেটদের সঙ্গে দেখা গেল ‘ব্যোমকেশ’ দেবকে। যদিও সেখানে 'সত্যবতী' রুক্মিণী বা 'অম্বরীশ' অজিত কাউকেই দেখা যায়নি। তাঁরা ঝাড়খণ্ডের একটি টিলার সামনে দাঁড়িয়ে ছবিটা তুলেছেন।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গ রহস্য’ গল্পটির অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা আছে এটির। সব ঠিক থাকলে এদিনই মুক্তি পাবে দেব অভিনীত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি। রবীন্দ্র জয়ন্তীর দিন দেব নিজেই তাঁর এবং অজিত হিসেবে অম্বরীশের ছবি প্রকাশ্যে এনেছিলেন। তখনই তিনি জানিয়েছিলেন এই ছবির মুক্তির দিন।

এই ছবিতে মণিলালের ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে। থাকবেন রজতাভ দত্ত প্রমুখও। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের প্রযোজনায় এই সিনেমাটি তৈরি হচ্ছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.