পুষ্পা ২ জ্বরে যথন কাঁপছিল গোটা দেশ, ঠিক তখনই মুক্তি পেয়েছিল খাদান। তাও একা নয়, দেবের ছবি মুক্তি পায়, আরও ৩টে বাংলা সিনেমার সঙ্গে। সন্তান, স্বপ্নপয় লেন, চালচিত্রের চাপে পড়ে অনেকেই ভেবেছিল হয়তো খাবি খাবে কমার্শিয়াল ঘরানার খাদান। কিন্তু দেখা গেল, দেব এলেন, দেখলেন, আর জয় করে নিলেন বক্স অফিস। ইতিমধ্যেই বাংলার সুপারস্টার সগর্বে ঘোষণা করেছেন, ৩ সপ্তাহ অর্থাৎ ২১ দিনে ১৫ কোটির ঘরে প্রবেশ করে ফেলেছে এই সিনেমা।
বরাবরই ভক্তদের তাঁকে নিয়ে সমস্ত পাগলামো মাথা পেতে নেন দেব। খাদান মুক্তির আগে প্রায় গোটা বাংলা ঘুরেছিলেন। আলিপুরদুয়ার থেকে শুরু করে রানীগঞ্জ, বেঙ্গল ট্যুরে ছুটেছিলেন আনাচে-কানাচে। আর সিনেমা হিট হওয়ার পরেও, থামছে না দেবের প্রয়াস। বরং, চলতি সপ্তাহ থেকে অভিনেতা শুরু করেছেন, সিঙ্গেল স্ক্রিন ভিজিট।
বুধবার দেব ছিলেন জয়নগরে। সেখানে দেবকে দেখতে তিল ধারণের জায়গা নেই। রাস্তা, রাস্তার ধারে থাকা বাড়ি বা দোকানের ছাদ, গাছ কিছুই বাদ যায়নি। পিলপিল করছে লোক। আর তা একটি সেলফি ভিডিয়োতে ধরে রেখেছিলেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, ‘চতুর্থ সপ্তাহে এসেও হাউজফুল এরকমই দেখতে লাগে… বেঙ্গল সিঙ্গেল স্ক্রিন ট্যুর। থ্যাঙ্ক ইউ জয়নগর। #Khadaan।’
দিন দুই আগে দেব টুইট করেন, ‘খাদান প্রোমোশনের ফ্রেজ ২ শুরু হচ্ছে। #Khadaan-এর প্রতি আপনাদের এত ভালোবাসা দেখে কি ভাবলেন, আপনাদের-কে ধন্যবাদ দিতে ভুলে যাবো?...ওটাও আমাদেরই কাজ! এবার #TeamKhadaan আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। তৈরি তো?’
১০ জানুয়ারি বাগনানের চিত্রবাণী হলে গিয়েছিলেন দেব। এরপর ১২ জানুয়ারি কলকাতার মহামায়া, ১৩ জানুয়ারি বেলঘরিয়ার রূপমন্দিরে, ১৪ জানুয়ারির ব্যারাকপুরের অতীন্দ্র, ১৫ জানুয়ারি ডানলপের সোনালিতে, ১৬ জানুয়ারি পাসকুরার চারুলতা সিনেমা হলে উপস্থিত থাকার কথা রয়েছে টিম খাদানের।
খাদান বক্স অফিস রিপোর্ট:
খাদানে দেব ও যিশু সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন জন ভট্টাচার্য, ইধিকা পল এবং বরখা। এখনও খাদান বক্স অফিসে তাঁর গতি মন্থর করার মেজাজে নেই। প্রথম সপ্তাহে ছবি ব্যবসা করেছিল ৬.৬০ কোটির। দ্বিতীয় সপ্তাহের আয় হয় ৪.৭০ কোটি। আর তৃতীয় সপ্তাহে ১.৬৫ কোটি।
১০ জানুয়ারি, শুক্রবার দেব একটু কায়দা করে বক্স অফিস রিপোর্ট তুলে ধরে। যেখানে দেখা যাচ্ছে টিম খাদান বাস দ্রুত এগিয়ে এসে ১৫ কোটি লেখা ফলকের সামনে দাঁড়াচ্ছে। যে বাসের পিছনে লেখা, ‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…’। আবার ভিডিয়োর সঙ্গে ব্যাকগ্রাউন্ডেও বাজছে এই একই গান। তাঁদের সামনের মাইলফলকে লেখা ২০ কোটি। অর্থাৎ এবার খাদান-এর লক্ষ্য বক্স অফিসে লক্ষ্য ২০ কোটির গণ্ডি টপকানো।
বর্তমানে খাদান ব্যবসার নিরিখে চতুর্থ সর্বোচ্চ আয় করা বাংলা ছবি। এটার আগে প্রথমে আছে অ্যামাজন অভিযান, সেই ছবি মোট আয় ৪৮ কোটি ৬৩ লাখ, চাঁদের পাহাড় যার আয় ২২ কোটি ৫০ লাখ এবং তৃতীয় স্থানে আছে বহুরূপী যার আয় ২০ কোটি ২৫ লাখ টাকা। ফলে সর্বোচ্চ ব্যবসা করা ছবির প্রথম তিনটের দুটোই দেবের ছবি।