১৮০ বছর ধরে বাঙালির জিভে লেগে আছে নকুড়ের সন্দেশের স্বাদ! যে স্বাদের ভাগ হবে না! উত্তর কলকাতার ৫৬ রামদুলাল স্ট্রিটের (হেঁদুয়া পার্কের কাছে) ঐতিহ্যবাহী দোকানের নাম ‘গিরীশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী’, যার সন্দেশের টানে দেশ-বিদেশ থেকে ছুটে আসে বাঙালি, সেখানেই রবিবার হাজির দেব। খাদানের সাফল্যের মাঝে একটু মিষ্টিমুখ করা তো বনতা হ্যায়। কিন্তু নিজের জন্য, বিশেষ কাউকে মিষ্টি করাতে দেব ছুটলেন উত্তর কলকাতার এই জনপ্রিয় দোকানে। আরও পড়ুন-৭ দিনে ৩.৫ লাখ দর্শক দেখল খাদান! ৭.২৬ কোটির ব্যবসা দেবের ছবির, কী হাল সন্তান-চালচিত্র-৫ নং স্বপ্নময় লেনের?
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় খাদান পরিচালক সঞ্জয় রিনো দত্তের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেব। বিলাসবহুল গাড়িতে চড়ে পরিচালককে সারপ্রাইজ দিতে নকুড়ের দোকানে হাজির দেব। তাঁকে বলতে শোনা গেল, ‘আজ মনটা দারুণ খুশি। আমাকে এত ভালো একটা ছবি উপহার দিয়েছো, আর তোমাকে সারপ্রাইজ দেব না….নর্থ কলকাতায় একটা বিখ্যাত জিনিস খাওয়াবো’।
এরপর গাড়ি থেকে নেমে সটান নকুড়ের দোকানের সামনের লাইনে দাঁড়িয়ে পড়লেন নায়ক। বললেন, ‘আজ ওর (সঞ্জয় রিনো দত্ত) জন্মদিন। ওকে খাওয়াতে হবে।’ এরপর নিজের পছন্দসই মিষ্টি কিনলেন অভিনেতা। ততক্ষণে দেবকে মিষ্টি কেনার লাইনে দেখে চক্ষুচড়কগাছ আম জনতার। সেলফির আবদার নিয়ে সকলে ছেঁকে ধরলেন দেবকে। ফ্যানেদের খালি হাতে ফেরালেন না দেবও, হাসিমুখে দিলেন পোজ। দোকানের সামনে বসে থাকা এক দুঃস্থ বৃদ্ধার হাতেও তুলে দিলেন মিষ্টির একটা প্যাকেট।
এরপর গাড়িতে বসে পরিচালকের মুখে তুলে দিলেন সন্দেশ। লাজুক হাসি-সহ পরিচালক জানালেন, এই সাফল্য তাঁর একার নয়, সকলের। ওদিকে দেবও দর্শকদের ধন্যবাদ দিয়ে পালটা বলেন, দর্শক পাশে আছে বলেই আজ তাঁরা মিষ্টিমুখ করতে পারছে। খাদানের সাফল্য বাংলার দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
আরও পড়ুন-হুডিতে ঢাকা শাহরুখের মুখ! কোলে আগলে রয়েছেন ‘চিনির গোলা’, খান পরিবারের নতুন সদস্যকে দেখুন
গত ২০শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল খাদান। ৯ দিনে দেশের বক্স অফিসে ৭.৬২ কোটির (গ্রস কালেকশন) ব্যবসা করেছে দেবের ছবি। যদিও টলিপাড়ার একটা অংশের অভিযোগ, ছবির আয় বাড়িয়ে বলছেন খাদান প্রযোজকরা। তবে সেই বিতর্কে কান দিতে না-রাজ দেব। ব্যবসার নিরিখে এই বছরের সবচেয়ে হিট বাংলার ছবির তালিকায়, ইতিমধ্যেই ২ নম্বরে (বহুরূপীর পর) উঠে এসেছে দেবের ছবি। রিলিজের মাত্র ৯ দিনের মধ্যেই দেব ম্যাজিকে বুঁদ বক্স অফিস।
দেবের পুজো রিলিজ টেক্কা হার মানতে বাধ্য হয়েছিল বহুরূপীর কাছে। তবে বক্স অফিস বিশেষজ্ঞদের আশা বহুরূপীর ব্যবসা (১৬.৪৫ কোটি) ছাপিয়ে যাবে খাদান। এবং দীর্ঘদিন পর ২০ কোটির গণ্ডি ছোঁবে কোনও বাংলা ছবি। প্রসঙ্গত, টলিউডের ইতিহাসের সবচেয়ে সফল দুটি ছবির নায়কও দেব। এক নম্বরে রয়েছে আমাজন অভিযান, দু-নম্বরে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়কে ছাপিয়ে কি দু-নম্বরে উঠে আসবে খাদান? সেটাই এখন দেখবার।