বাঘা যতীন ছবিতে যে দেব একাধিক রূপে ধরা দেবেন সেটা বেশ স্পষ্ট। সন্ন্যাসীর বেশ হোক বা ছাপোষা বাঙালি, কিংবা উর্দিধারী পাগড়ি পরা পঞ্জাবির বেশ সবেতেই নজর কেড়েছেন তিনি। ব্যোমকেশ ও দুর্গ রহস্যের ঘোর কাটতে না কাটতেই তিনি বাঘা যতীন ছবির একের পর এক চমক দিয়ে তাক লাগাচ্ছেন।
পুজোর সময় ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বাঘা যতীন। এই ছবিতে দেব ছাড়াও আছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর, সৃজা দত্ত, সামিউল আলম সহ আরও একাধিক অভিনেতা থাকবেন, মূলত তরুণ তুর্কিরা।
ইতিমধ্যেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে ক্ষুদিরাম বসু কে হবেন, তাঁর লুক কেমন হবে, তিনি কীভাবে শট দিয়েছেন সেটার ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। ক্ষুদিরাম বসুর চরিত্রে দেখা যাবে সামিউল আলমকে। এবার প্রকাশ্যে এল কানাইলাল দত্ত, চারুচন্দ্র বসু, রাসবিহারী বসুর ফার্স্ট লুক।
বাঘা যতীন নাম থেকে বোঝা যাচ্ছে এটা একটা পিরিয়ডিক ছবি। আর যে সময়ের গল্প বলবে এই ছবি সেইসময় বাংলার প্রায় কম বেশি প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে আরেকজনের নিবিড় সম্পর্ক ছিল। ফলে বাঘা যতীনের পাশাপাশি যে আরও একাধিক চরিত্রকে এখানে গল্পের প্রয়োজনে তুলে ধরতে হবে সেটা স্পষ্ট। এখানে একাধিক থিয়েটার অভিনেতাকে দেখা যাবে বিভিন্ন চরিত্রে। সৃজা দত্ত এবং বিশ্বজিৎ নস্কর যথাক্রমে থাকবেন বাঘা যতীনের স্ত্রী ইন্দুবালা এবং কানাইলাল দত্তের চরিত্রে। কাজল সেনগুপ্তকে দেখা যাবে চারুচন্দ্র বসুর চরিত্রে।
আরও পড়ুন: 'হয় মারে নইলে মরে, কিন্তু ধরা পড়ে না', রুদ্ধশ্বাস প্রি-টিজারে বাঘা যতীন হয়ে ধরা দিলেন দেব
এই ছবিটি সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে। বাংলা ছাড়াও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। পুজোর ঠিক মুখেই আরও একাধিক বাংলা ছবির সঙ্গে মুক্তি পাবে এটি। পরিচালনা করেছেন অরুণ রায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। ইতিমধ্যেই এই ছবির প্রি-টিজার মুক্তি পেয়েছে। আর তাতে যে দেব নজর কেড়েছেন সেটা বলাই চলে।

ছবির চারুচন্দ্র বসু, রাসবিহারী বসু এবং কানাইলাল দত্ত
পুজোর বাঘা যতীন ছাড়াও আসছে দশম অবতার, জঙ্গলে মিতিন মাসির মতো ছবিগুলি।