কয়েক বছর আগেই ঘোষণা হয়েছিল ছবির। বলা ভালো, বছর চারেক আগে ঘোষণা করা হয় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে রঘু ডাকাত। আর মুখ্য ভূমিকায় ধরা দেবেন দেব। কিন্তু নানা কারণে পিছিয়ে গিয়েছে ছবির কাজ। এবার জানা গেল সেই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে শীঘ্রই। কী আপডেট মিলল?
আরও পড়ুন: OTT-র পর্দায় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল?
কী জানা গেল দেবের রঘু ডাকাত প্রসঙ্গে?
টলিউডের অন্দরে ফিসফাস শুরু হয়েছে যে দেবের রঘু ডাকাতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ছবির নির্মাতারা। সূত্রের তরফে আনন্দবাজারকে জানানো হয়েছে পরিচালক শেষ করে ফেলেছেন ছবির চিত্রনাট্য লেখার কাজ। দেবের সঙ্গে শ্যুটিং কবে থেকে শুরু হবে সেটা নিয়েও কথা হয়ে গিয়েছে।
আপাতত রেইকি চলছে ছবির শুটিংয়ের জায়গার। বাংলার বিভিন্ন জায়গা তো বটেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতেও এই ছবির শ্যুটিং হবে। ডিসেম্বর থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।
প্রসঙ্গত ২০২১ সালে রঘু ডাকাত ছবিটির কথা ঘোষণা করা হয়। প্রকাশ্যে আনা হয় একটি পোস্টারও। যেখানে খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ আরেক হাতে মশাল ধরে পিছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে দেবকে। তাঁর মাথায় লাল ফেট্টি বাঁধা। কিন্তু কেন বারবার পিছিয়ে গিয়েছে ছবির কাজ? এই বিষয়ে জানা গিয়েছে বাজেট বা চিত্রনাট্যের কারণে পিছিয়ে গেছিল ছবির কাজ। পরিচালক নিজেই জানিয়েছিলেন এটি একটি মাস ছবি হতে চলেছে।
আরও পড়ুন: ‘নিজে আইনজীবী হয়েও অত উকিল রেখেছেন কেন?’ RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার
দেবের অন্য কাজ
দেব বর্তমানে একদিকে যেমন টেক্কা ছবির প্রচারে ব্যস্ত তেমনই সমান তালে করছেন খাদান ছবির শ্যুটিং। আসানসোলে বর্তমানে শ্যুটিং চলছে ছবির। পুজোয় আসছে দেবের টেক্কা। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে খাদান মুক্তি পাবে শীতের ছুটি। এখানে তাঁর সঙ্গে থাকবেন যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত, প্রমুখ।