বরখা নন, খাদান ইধিকার সঙ্গে রোম্যান্স করবেন দেব? এদিকে হায় রে বিয়া গানে যে তাঁদের একসঙ্গে দেখা গেল! কী? পুরো ঘেঁটে গেলেন? না না, তেমন ব্যাপার নয়। ছবির প্রি-ট্রেলার থেকেই স্পষ্ট যে এই ছবিতে দেবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই শ্যাম মাহাতোর ছেলের চরিত্রকেই প্রেম করতে দেখা যাবে ইধিকার সঙ্গে। আর তারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল। মুক্তি পেল খাদান ছবির নতুন গান কিশোরী।
খাদান ছবির নতুন গান কিশোরী
৫ ডিসেম্বর কিশোরী গানটি মুক্তি পেল। গানটিতে দেখা যাচ্ছে কয়লাখনিতেই 'কিশোরী' ইধিকার সঙ্গে রোম্যান্সে মজে দেব। গানের তালে তালে তাঁদের কখনও নাচতে দেখা গিয়েছে, কখনও আবার ফুটে উঠেছে রোম্যান্সের দৃশ্য। বাইকে চড়েও তাঁদের এই গানে রোম্যান্স করতে দেখা গিয়েছে।
কিশোরী গানটি গেয়েছেন অন্তরা মিত্র এবং রথিজিৎ ভট্টাচার্য। গানটি কম্পোজ করেছেন রথিজিৎ। লিখেছেন ঋতম সেন। গানটি যে প্রেমের গান সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তার সঙ্গে কোথাও যেন মিশে আছে মেঠো সুর।
গানটি মুক্তি পেতে না পেতেই, এক ঘণ্টার মধ্যে প্রায় লাখখানেক ভিউজ পেয়ে গিয়েছে। দেব অনুরাগীরা রীতিমত মুগ্ধ হয়েছেন এই গানে। এক ব্যক্তি লেখেন, 'গানটা নেশায় পরিণত হয়ে গেল।' আরেকজন লেখেন, 'অ্যাকশন দেব ফিরল। সঙ্গে আবার রোম্যান্টিক দেবও ফিরল।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একটি নিখাদ প্রেমের গান। দেব + ইধিকা জুটি একদম জমে গেছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মনে হচ্ছে টাইম ট্রাভেল করে ছোটবেলায় ফিরে গেছি, খুব খুব খুব মিষ্টি গান একটা কিশোরী কিশোরী।'
আরও পড়ুন: মালাবদল নয়, চলচ্চিত্র উৎসবের মঞ্চে উত্তরীয় বদল সারলেন দেব - রুক্মিণী! নেপথ্যে মমতা, ব্যাপারটা কী?
আরও পড়ুন: স্ত্রীর সমস্ত দিকে বিশেষ নজর সৌরভের! স্বামীর স্বভাব ফাঁস করে ডোনা বললেন, 'ওই তো আজ ঠিক দিল যে...'
খাদান ছবিটি প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। মুক্তি পেয়েছে হায় রে বিয়ে, রাজার রাজা সহ ছবির একাধিক গান। প্রকাশ্যে এসেছে একাধিক চরিত্রদের লুক। ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে মান্ডির চরিত্রে। অন্যদিকে ইধিকা পাল থাকবেন লতিকার চরিত্রে। বরখা এবং স্নেহাকে যথাক্রমে দেখা যাবে যমুনা এবং রেখার চরিত্রে। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।