বক্স অফিসে রমরমিয়ে চলছে খাদান। আর নতুন বছরের শুরুতেই নিজের পরের ছবির কথা ঘোষণা করে ফেলেছেন বাংলার সুপারস্টার। এসভিএফের সঙ্গেবহুদিন ধরে বন্ধ থাকা প্রোজেক্ট ‘রঘু ডাকাত’ আসছে বলে জানান সুপারস্টার। কাজ নিয়ে যে কতটা পাগল দেব, তা প্রমাণ করল, যখন ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাস ‘রঘু ডাকাত’-এর প্রি প্রোডাকশনের কাজ শুরু হল। একেবারে সদলবলে মিটিং করে ফেললেন তিনি।
কপালে সিঁদুর, চাদরে ঢাকা মুখ, চোখেমুখে তীক্ষ্ণ চাহুনি, ছবি দেখিয়ে রীতিমতো ভয় ধরিয়েছিলেন দেব তাঁর রঘু লুক দিয়ে। পঁচিশের পুজোর মহাচমক হতে চলেছে ‘রঘু ডাকাত’। আর সেই কাজ শুরু করতেও প্রস্তুত গোটা টিম। বৃহস্পতিবার ছবির খুঁটিনাটি নিয়ে গোটা টিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেই শুটিং শিডিউল থেকে সেট-সহ নানা বিষয়ে কথা হয় বলেই জানা যাচ্ছে। এবং সেই আলোচনার ছবি শেয়ার করেন দেব নিজেই সোশাল মিডিয়াতে। জানিয়ে দেন তাঁরা সদলবলে ‘রঘু ডাকাত’-এর জন্য তৈরি।
২০২১ সালে কালীপুজোর সময় রঘু ডাকাত ছবির ফার্স্ট লুক শেয়ার করে লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’ তবে হঠাৎ করে ছবি নিয়ে সংশয় তৈরি হয়। দু পক্ষই বড় চুপচাপ। প্রশ্ন উঠছিল, এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি কি আদৌ তৈরি হবে? তবে দেখা গেল খাদান মুক্তি পেতেই, বা বলা ভালো খাদান সুপার-ডুপার হিট হতেই যেন সব জট কেটে গেল।
এদিকে ২০২৪ সালের পুজোয় সিনেমা দিতে পারেনি এসভিএফ। যা সাধারণত দেখাই যায় না। এবার বাংলার সবচেয়ে বড় প্রযোজনা সংস্থার তুরুপের তাস দেবই। এখন থেকেই এই ছবি নিয়ে মাতামাতি অনুরাগীদের মধ্যে।
টলিপাড়ার সূত্রের খবর, খাদানের চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন ধ্রুব। শ্যুটিংয়ের তারিখ নিয়ে প্রাথমিক আলোচনাও শেষ। শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি রঘু ডাকাতের কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা রয়েছে। রেইকিও করছে টিম।