বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev as BaghaJatin: 'নমস্কার ওড়িশা', 'বাঘাযতীন' দেব পৌঁছলেন পাশের রাজ্যে, শুরু হল শ্যুটিং

Dev as BaghaJatin: 'নমস্কার ওড়িশা', 'বাঘাযতীন' দেব পৌঁছলেন পাশের রাজ্যে, শুরু হল শ্যুটিং

'বাঘাযতীন' দেব পৌঁছলেন পাশের রাজ্যে, শুরু হল শ্যুটিং

Dev as BaghaJatin: ওড়িশায় বাঘাযতীন ছবির শ্যুটিং শুরু করলেন দেব। সেখান থেকে একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শেয়ার করলেন সেই খবরও।

বাঘাযতীন হিসেবে যে দেব আসতে চলেছেন সেই কথা সকলেই জেনে গিয়েছেন। ইতিমধ্যেই সেই ছবির প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। এবার অভিনেতা একদম অন্য একটি কথা প্রকাশ্যে আনলেন। জানালেন ছবির শ্যুটিং শুরু হয়েছে। কোথায় শ্যুটিং হচ্ছে সে খবরও তিনি দিলেন সোশ্যাল মিডিয়ায়।

ওড়িশায় বাঘাযতীন ছবির শ্যুটিং শুরু হয়েছে। এখন এই ছবির গোটা টিম সেখানেই আছেন। ওড়িশার বুড়িবালামের জঙ্গলে চলছে শ্যুটিং। সেই কথা খোদ অভিনেতা জানালেন পোস্ট কর।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি একটি ছবি পোস্ট করলেন দেব। সেই পোস্টে তাঁকে একটি চেয়ারে পিছন ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি এক পায়ের উপর আরেক পা তুলে একদিকে তাকিয়ে বসে আছেন। তিনি এক মেঠো পথের মাঝামাঝি বসে রয়েছেন। তাঁর সামনেই আছে জঙ্গল।

এই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'নমস্কার ওড়িশা।' এরপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন বাঘাযতীন, বুড়িবালাম। তিনি তাঁর এই পোস্টে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারকে মেনশন করেন।

অনেকেই তাঁর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। তবে সবাই যেটা মজা পেয়েছেন যে তাঁর সব ছবিতে এমনই ক্যাপশন বদলেছেন। এক ব্যক্তি এখানে লেখেন, 'অবশেষে ক্যাপশন বদলালো।' আরেক ব্যক্তি লেখেন, 'অনেক শুভেচ্ছা নেবেন।'

এর আগে সরস্বতী পুজোর দিন এই ছবি প্রথম লুক প্রকাশ্যে আসে। সেখানে তাঁকে কপালে ভস্ম মেখে, সিঁদুর পরে আক্রোশ ভরা চোখে তাকিয়ে থাকতে দেখা যায়। এই ছবি এক ঝলক দেখে আপনার চিনতে সত্যি অসুবিধা হবে, যে এটা কে! কার চাউনি এটা! এই ছবির বিষয়ে দেব জানিয়েছেন যে এই চরিত্রটা তাঁর কাছে একদম অন্যরকম। বড় চ্যালেঞ্জ। এই ছবিতে দেবের মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।

তবে এই প্রথম নয়, যেখানে দেব ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন। এর আগেও তিনি গোলন্দাজ ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন। ২০২৩ এর পুজোতে মুক্তি পাবে বাঘাযতীন।

বন্ধ করুন