অনেকেই অভিযোগ করেন যে ভোটে জেতার পর আর নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায় না, কথাও রাখেন না। কিন্তু দেব যেন সেই সমস্ত কথাকে মিথ্যে প্রমাণিত করতে বদ্ধপরিকর। ভোটের প্রচার এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন তিনি জানিয়েছিলেন এবার নির্বাচনে তিনি যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন। এবার তৃতীয় বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হতেই দেওয়া কথা রাখার প্রস্তুতি শুরু করলেন।
দেবের প্রতিশ্রুতি পালন
আপাতত দেব তাঁর কেন্দ্র অর্থাৎ ঘাটালে মোট ২ লাখ গাছ লাগানোর প্রস্তুতি শুরু করলেন। ফল প্রকাশের আগেই তিনি নার্সারিতে গাছের চারা কেনার বরাত দিয়ে দিয়েছিলেন। ফল প্রকাশের পর জানা গিয়েছে দেব মোট ৮ লাখ ৮১ হাজার ১৯৫টি ভোট পেয়েছেন। বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের তুলনায় ১ লাখ ৮২ হাজার ৮৬৮টি বেশি ভোট পেয়েছেন।
আরও পড়ুন: 'জলদি আসছি...', ফের বড়পর্দায় বাপ - বেটা একসঙ্গে! কবে কোন প্রজেক্টে দেখা যাবে অমিতাভ - অভিষেককে?
আরও পড়ুন: ২৮ মিলিয়ন ভিউজ থাকা সত্বেও চাহাত ফতেহ আলি খানের বাদো বাদি সরিয়ে দিল ইউটিউব! কিন্তু কেন?
এবার ভোট মেটার চার দিনের মধ্যেই ঘাটাল কেন্দ্রে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করলেন। তাও বর্ষা ঢোকার আগেই। ঘাটাল কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামপদ মান্না জানিয়েছেন চারা গাছ কেনার জন্য ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়ে গেছে। ১০টি নার্সারিতে ২ লাখ গাছের অর্ডার দেওয়া হয়েছে।
রামপদ মান্না এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে জনিয়েছেন, 'দেব যেমন আগে জানিয়েছিলেন সেই অনুযায়ী ঘাটালের ৭টি বিধানসভা কেন্দ্রে ২ লাখ গাছ লাগানো হবে। রবিবার থেকে এই গাছ লাগানোর কাজ শুরু হবে। ডেবরা, সবং, পিংলা সহ মোট ৭ বিধানসভায় এদিন নিজের হাতেই দেব গাছ লাগানো হবে।'
কিন্তু এই ২ লাখ গাছের মধ্যে কী কী গাছ থাকবে? শাল, সেগুন, আম, শিশু, কাঁঠাল, জাম, ইত্যাদি গাছ লাগানো হবে। আর এই গাছগুলোর চারা অর্ডার দেওয়া হয়েছে নার্সারিতে।