২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের আইনি বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে নানা সময় তাঁদের নিয়ে নানা বিদ্রূপ, ব্যঙ্গ, তির্যক মন্তব্যের বন্যা বয়েছে। যেন তাঁদের জীবন আতশ কাচের তলায়! সব নিয়েই হইচই পড়ে। এবার সেই বিষয়ে মন্তব্য করে বসলেন দেব। খোঁচা দিয়ে কী বললেন?
আরও পড়ুন: তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা
আরও পড়ুন: 'চিন্তা, মানসিক উত্তেজনা...', সন্তান আসার আগে 'পরম' যত্ন নিয়ে কী বললেন 'হবু মা' পিয়া?
কী ঘটেছে?
এদিন জলসা পরিবার অ্যাওয়ার্ডের একটি দৃশ্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বিদঘুটে পোশাকে মঞ্চে দাঁড়িয়ে আছেন কাঞ্চন মল্লিক। তাঁর পাশে দেব। ঘাটালের সাংসদ কাঞ্চনের উদ্দেশ্যে বলেন, 'আপনি আমাদের এত টেনশনে রেখেছেন, বিয়ে করার আগে আপনাকে দেখতে হয়, ভ্যালেন্টাইন্স ডে তে আপনি কী করছেন সেটা দেখতে হয়। হানিমুন কোথায় করতে গেছেন সেটা আপনাকে দেখতে হয়, দীঘা ঘুরতে গেছেন সেটাও আমাকে দেখতে হয়েছে। কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কী করব? এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে, মানে আপনার এই জীবনটা.... আমি খুব হিংসে করি।'
আরও পড়ুন: ‘বাবুর মা’য়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন কিছু মানুষ! অরিজিতা বললেন, 'অপমান করছি...'
জবাবে কাঞ্চন বলে ওঠেন, 'লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু কী করব বলুন, জায়গার মাল জায়গায় নেই। নিজ মাল হাতে ধরে দাঁড়িয়ে আছি দাদা।' ফের মজা করতে বাদ দেন না দেব। তিনি বলেন, 'ঘুম থেকে উঠলে, সোশ্যাল মিডিয়া খুললেই আপনাকে দেখা যায়।'
প্রসঙ্গত ২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডের দিন আইনি বিয়ে সারেন কাঞ্চন এবং শ্রীময়ী। এরপর মার্চ মাসে সাতপাকে বাঁধা পড়েন। তার কিছুদিনের মধ্যেই মালদ্বীপে তাঁদের হানিমুনের ভিডিয়ো, ছবি দারুণ ভাইরাল হয়। এরপর সামাজিক বিয়ের ৮ মাসেই তাঁদের মেয়ে কৃষভির জন্মের কথা প্রকাশ্যে আসতে ফের হইচই শুরু হয়। যদিও সেসবকে কাঁচকলা দেখিয়ে বর্তমানে সদ্যজাতকে নিয়ে কাঞ্চনের ভরা সংসার।