আপাতত হলে রমরমিয়ে চলছে দেবের ‘রঘু ডাকাত’। ফের একটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পথে বাংলার সুপারস্টার। এদিকে মুক্তির অপেক্ষায় প্রজাপতি ২। যার পোস্টার ও টিজার ইতিমধ্যেই সামনে এসেছে। বড়দিনের ছুটিতে দর্শকরা দেখতে পারবেন এই ছবি।
প্রজাপতি ২-তে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে। আপাতত তাঁকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না। সামনে পেলেই অনেকেই ৪২ বছরের দেবের কাছে অনেকেই প্রশ্ন রাখেন, ‘কবে বিয়ে করছেন’। এবার সরাসরি বাবা হওয়া নিয়ে কথা বললেন তিনি।
বলিউডে সলমন খান ইতিমধ্যেই অবশ্য সিঙ্গেল ফাদার হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি যে বিয়েতে ‘নট ইন্টারেস্টেড’, তা বুঝতে খুব একটা অসুবিধে হয় না। ত দেব কী করবেন? টিভি নাইনের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন আসতে, বেশ চমকেই যান দেব। বলে ওঠেন, ‘আগে তো বিয়ে করতে হবে?’
তারপর জানালেন, ‘অবশ্যই নিজের পরিবারের ইচ্ছে আমার আছে। আসলে আমি মে করি এই সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।’
প্রজাপতি ২-তে ফের একবার দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে। বড়দিনের সপ্তাহে ছবি মুক্তির কথা রয়েছে।