পুজোয় মুক্তি পাচ্ছে টেক্কা। যা নিয়ে দর্শকদের উৎসাহের কোনো অন্ত নেই। কারণ ঠাকুর দেখার ফাঁকে হলে সিনেমা দেখেন বেশিরভাগ বাঙালি। যদিও এবার পরিস্থিতি অনেক আলাদা। কারণ, আরজি করের মর্মান্তির ঘটনায় জ্বলছে সাধারণ মানুষের মন। উৎসবে না ফেরার সংকল্প অনেকেরই। এদিকে সিনেমা রিলিজ করে প্রবল ট্রোল দেব, স্বস্তিকা-সৃজিতরা।
দেব আরজি করের ঘটনার প্রতিবাদে শুধু আওয়াজ তোলেননি, রাস্তাতেও নেমেছিলেন। তাঁকে বারবার বলতে শোনা গিয়েছে, উৎসব (দুর্গাপুজো) থেকে আয় হয় অনেক মানুষের। তাই একসঙ্গে চলুক প্রতিবাদ ও উৎসব।
আরও পড়ুন: ‘রমেশ সিপ্পি শোলে সেটে আসত শুধু অমিতাভ-ধর্মেন্দ্র-সঞ্জীব কুমারকে পরিচালনা করতে’, দাবি অভিনেতা শচীনের
এক সংবাদমাধ্যমকে দেব বললেন, ‘যে ঢাকিরা দশদিনের রোজগারের জন্য এখানে আসছে, তাদের তো কোনো দোষ নেই। সেও জাস্টিস চায়। অনেক ছোট ব্যবসায়ীর কাছে এই পাঁচ-ছয়দিনের ব্যবসাটা, পাঁচ-ছমাসের রোজগার। সেও জাস্টিস চায়। আমার একটা সিনেমা রিলিজ হলে, ২০-২৫জন কাজ পায়। যদি ১০০টা হলে রিলিজ করে, তার প্রভাব পড়ে ৬-৭হাজার মানুষের উপরে। মন খারাপ ঠিকই। কিন্তু সিনেমা বেশি ভালো চললে, এরাই বেশি রোজগার করবে। ওরাই তখন সিসিটিভি লাগাবে, নিরাপত্তার জন্য। সিকিউরিটি বাড়বে নারী সুরক্ষার জন্য। পুরোটাই একটা সিস্টেম। একটা জাস্টিস পাওয়ার জন্য, অনেকের সঙ্গে ইনজাস্টিস করা যায় না।’
আরও পড়ুন: করিনার ইচ্ছে ছিল ‘পাপ্পু’ রাহুলকে ডেট করার, সুযোগ পেয়ে গান্ধী-পুত্রর নামে সইফ করে ফেলল বড় মন্তব্য
এখানেই শেষ নয়, বরাবরই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করে আসছেন দেব। যাতে, দেশ থেকে ধর্ষণ-কালচার বিলুপ্তি পায়। কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়ার আইন চেয়ে ক্রমাগত সাওয়াল করে চলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে।
টেক্কা ছবি প্রসঙ্গে:
সৃজিতের পরচালনায় বহুদিন পর কাজ করলেন দেব। তিনি ইকলাখের চরিত্রে। পেশায় একজন সাফাই-কর্মী। এই ইকলাখ অপহরণ করে এক স্কুল পড়ুয়া মেয়েকে। যার মেয়ের চরিত্রে স্বস্তিকা। আর পুলিশ অফিসারের চরিত্রে রুক্মিণী মৈত্র। যে অপহরণকারীর সঙ্গে কথা বলার ও মেয়েটিকে ছাড়িয়ে আনার দায়িত্বে।
এর আগেও হোস্টেজ ড্রামা দেখেছে দর্শক। সিস্টেমের কাছে প্রশ্ন তুলে এরকম আরও গল্প এসেছে সামনে। যেমন ইয়ামি গৌতমের আ থার্সডে। যেখানে এরকমই এক অপহরণ করে এক প্লে স্কুলের শিক্ষিকা, তবে সেখানে গোটা স্কুলের বাচ্চারা ছিল তাঁর হেফাজতে। সেই সিনেমারটানটান উত্তেজনা প্রভাবিত করেছিল দর্শককে। তাই দেখার সৃজিত-দেব-স্বস্তিকার-রুক্মিণীর ম্যাজিক কেমন খেল দেখায় রুপোলি পর্দায়।