আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন দেব। যোগ দিয়েছিলেন আর্টিস্ট ফোরামের সমাবেশে। এরপর এদিন আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা টেনে আনলেন। করলেন খানিক কটাক্ষও।
কী বলেছেন দেব?
দেব এদিন ঘাটালের একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন। সেখানেই তিনি আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে বলেন মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের কোনও মানে নেই। তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন এই ঘটনার।
আরও পড়ুন: 'অকাল দীপাবলি…', আচমকাই শহর ডুবল অন্ধকারে, শহরের প্রতিবাদের নতুন ভাষা দেখে মুগ্ধ ইমন - পিঙ্কি - রাহুলরা
দেব এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ' অত্যন্ত দুঃখজনক ঘটনা। তীব্র প্রতিবাদ জানানো উচিত এই নিন্দনীয় ঘটনার। এরপর আর কোনও মেয়ের নাম যাতে তিলোত্তমা না রাখতে হয় সেটার ব্যবস্থা করা উচিত। সোশ্যাল মিডিয়ায় দেখেছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলেছেন। আবার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন। রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করছে। এটা বাংলা বা কোনও রাজ্যের সমস্যা নয়। এটা গীতা দেশের ইস্যু।'
দেব এদিন একই সঙ্গে কথায় কথায় রাজ্যের কন্যাশ্রী, কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্পের কথা টেনে আনেন। বলেন, 'এই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই যদি না আমরা আমাদের দেশের মেয়েদের বাঁচাতে পারি। কেন্দ্রের উচিত সব দলকে নিয়ে একটা বৈঠক ডেকে আলোচনা করা উচিত। এটা কীভাবে আটকানো যায়, কী করা উচিত, অপরাধীদের কী শাস্তি দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা দরকার।'
আরও পড়ুন: শ্যামবাজারে রাত দখলে সামিল হতে এসে জনরোষের শিকার ঋতুপর্ণা, গাড়ি ধাক্কা দিয়ে চলে 'গো ব্যাক' স্লোগান
প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করানো হয়েছে। সন্দীপ ঘোষ সহ ৪ জন আরজি কে কাণ্ডেরl গ্রেফতার হয়েছেন। তবুও কিন্তু প্রতিবাদ থেমে নেই। চলছে দফায় দফায় মিটিং, মিছিল, প্রতিবাদ। ৪ সেপ্টেম্বর ফের রাত দখলের কর্মসূচি পালন করা হয়।