দুর্গাপুজোয় চারটি বিগ বাজেটের ছবি মুক্তি পেতেই শো পাওয়া নিয়ে শুরু হয়ে যায় সমস্যা। কিন্তু এই সমস্যা তো একান্তই টলিউড ইন্ডাস্ট্রির নিজেদের সদস্যের মধ্যে বিবাদ, কেন বারবার এই প্রসঙ্গে কথা বলছেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ এবং দেব দুজনেই যেহেতু একই রাজনৈতিক দলের সৈনিক, তাই খুব স্বাভাবিকভাবেই বারবার দেবকে উদ্দেশ্য করে কুণাল ঘোষের পোস্ট কিছুটা হলেও মানুষকে ভাবিয়েছে।
কুণাল ঘোষের কথায়, ‘দেবী চৌধুরানী’ অথবা ‘রক্তবীজ ’২ ছবি দেখা যেতে পারে, কিন্তু ‘রঘু ডাকাতে’-এর মতো ছবি একেবারেই দেখা যেতে পারে না। এছাড়াও দেবকে ‘সুপারস্টার’ বলতেও নারাজ কুণাল ঘোষ। যদিও এই ব্যাপারে কুনাল ঘোষকে পুরোপুরি সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসের আরও এক সৈনিক তথা অভিনেতা ব্রাত্য বসু।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
কুণাল ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে কিছুদিন আগেই প্রশ্ন করায় দেব বলেছিলেন, বন্ধু তো বটেই তাঁর শত্রু হতেও যোগ্যতা লাগে। তিনি এই সমস্ত বিষয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ। তবে এবার একটু অন্যরকম সুর শুনতে পাওয়া গেল অভিনেতার গলায়।
সম্প্রতি জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কুণাল ঘোষ প্রসঙ্গে দেব বলেন, ;আমার এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি নিজেই আমায় ফোন করেছিলেন। ওঁর সঙ্গে আমার কি কথা হয়েছে তা আমি পুরোপুরি বলব না তবে এইটুকুই বলব, আমি মুখ্যমন্ত্রীকে বলেছি এই ব্যাপারটা আমি বুঝে নিতে পারব, ওঁর চিন্তা করার কোনও কারণ নেই।'
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
দেব আরও বলেন, ‘আমি হার জিত দুটোই খুব কাছ থেকে দেখেছি তাই এই সমস্ত ব্যাপারে আমি বিচলিত হই না। সব কথার উত্তর দি না আমি। তবে কুণাল ঘোষ আমার ভীষণ কাছের একজন মানুষ। কেন উনি আমাকে উদ্দেশ্য করে এই সমস্ত কথা বলছেন সেটাই সত্যি আমার জানা নেই।’
সবশেষে অভিনেতা বলেন, ‘আমি একজন অভিনেতা আমি জানি আমার ছবি ঠিক চলবে। আমার ছবি আমার থেকে ভালো কেউ বুঝবে না। তাই কে কি বলল, কি ভাবল তা নিয়ে আমি সত্যি ভাবি না। দর্শকরা আমাকে ভালোবাসা দেবেন, আমার সিনেমা দেখবেন, ব্যাস এইটুকুই আমার চাওয়া।’