চারিদিকে এখন ভোটের আবহ। ইতিমধ্যেই এক দফার ভোট মিটে গিয়েছে। তবে অন্যান্য জায়গার প্রার্থীরা এখনও বেশ জমিয়ে প্রচার সারছেন। বাদ যাননি ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবও। তিনি বহুদিন ধরেই জমিয়ে প্রচার সারছেন তাঁর নির্বাচনী কেন্দ্রে। এদিন তিনি উপস্থিত ছিলেন ডেবরার ডেবরা অডিটরিয়ামে। সেখানে তিনি শিডিউল কাস্ট সেলের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন দেব। পরনে ছিল আদ্যোপান্ত আদিবাসী পোশাক। দেখে মনে হবে দেব যেন তাঁদেরই একজন।
কী পরে দেব এদিন জনসভায় এসেছিলেন?
দেব এদিন যখন ঘাটাল লোকসভা কেন্দ্রের শিডিউল কাস্ট সেলের নির্বাচনী জনসভায় এসেছিলেন তখন দেবের পরনে চিক হলুদ গামছা আর হলুদ কাপড়। এই পোশাক পরেই তিনি যেন আদিবাসী সম্প্রদায়ের অন্যতম একজন হয়ে ওঠেন।
আরও পড়ুন: ইস্ট বেঙ্গল জার্সিতে বার্নল, সৌরভ ট্রোল্ড হলে পরম নয় কেন? পুরোনো ছবি খুঁজে প্রশ্ন মোহনবাগানীদের
আরও পড়ুন: 'পোশাকের মতো রাজনৈতিক মতাদর্শও বদলান...' লোকসভার আগে ইঙ্গিতবহ পোস্ট বীর দাসের, নিশানায় কোন দল?
এদিন দেব প্রচারের ফাঁকে সাঁওতালি নাচ নাচেন। আদিবাসীদের আশ্বাস দিয়ে বলেন তিনি যদি আবারও সাংসদ হতে পারে তাহলে তিনি সাংসদ তহবিল থেকে প্রতি বছর ১৫ শতাংশ করে খরচ করবেন।
কী বলছেন হিরণ?
দেব এদিন যাই বলুন না কেন, তবে কথার গুরুতর বিরোধিতা করেছেন হিরণ চট্টোপাধ্যায়। বলেছেন, ' উনি অভিনেতা তাই অভিনয় করে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবাইকে বোকা বানাচ্ছেন। উনি তো নিজেই স্বীকার করেছেন যে উনি মানুষের যান না ভোটে জিতে। এলাকাতেই থাকেন না।'