ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে ‘রঘু ডাকাত’। রাজ্যে তো বটেই, সারা ভারতীয় বেশ সাড়া ফেলে দিয়েছে ছবিটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি দিল ‘রঘু ডাকাত’। তবে শুধু ‘রঘু ডাকাত’ একা নয়, সঙ্গে রয়েছে গোটা পরিবার।
নায়কের এবারের গন্তব্য দুবাই। সেখানেই অনুষ্ঠিত হবে ছবির প্রিমিয়ার। তবে এই যাত্রায় দেব সঙ্গে নিয়েছেন গোটা পরিবারকে। দেবের সঙ্গে রয়েছেন মা-বাবা এবং বোন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিতে দেখা যায় অভিনেতাকে।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
দেব যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, বিমান সংস্থার তরফ থেকে একটি ডেসার্ট দেওয়া হয়েছে যেখানে লেখা, ‘তোমায় স্বাগত দেব। স্বাগত রঘু ডাকাত।’ ছবিতে মা বোনের সাথেও বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন দেব।
যদিও এই ছবিটি তুলেছে একটি প্রশ্ন। এর আগেও ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটানো উপলক্ষে একটি বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দেব, সেখানে দেবের প্রায় সকল মহিলা সহকর্মী উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না রুক্মিণী।
এবারেও ঠিক একই দৃশ্য ধরা পরল। গোটা পরিবার সঙ্গে থাকলেও দেবের সঙ্গে নেই রুক্মিণী মৈত্র। কিন্তু কেন? দেবের সঙ্গে কি কোনও সমস্যা তৈরি হল অভিনেত্রীর? যদিও অনেকে বলছেন, এই মুহূর্তে ‘হাটি হাটি পা পা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত রুক্মিণী, তাই হয়তো দেবের সঙ্গে বিদেশ সফরে যেতে পারেননি তিনি।
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
প্রসঙ্গত, এর আগেও গোটা পরিবারকে নিয়ে লন্ডন সফরে গিয়েছিলেন দেব। ‘প্রজাপতি ২’ ছবির শুটিং চলাকালীন মা-বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেতাকে। ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেখানেও দেখা গিয়েছিল গোটা পরিবারকে।
উল্লেখ্য, ‘রঘু ডাকাত’ ছবির সঙ্গে মুক্তি পেয়েছিল আরও তিনটি ছবি। ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ আক্ষরিক অর্থে সাফল্য অর্জন করলেও ‘যত কান্ড কলকাতাতে’ আশানুরূপ ফল করতে পারেনি।