রুক্মিণী মৈত্রর জন্মদিন আজ। ২৭ জুন অভিনেত্রী ৩৩ বছরে পা দিলেন। আর এই বিশেষ দিনে একটু দেরি হলেও প্রিয় মানুষের থেকে বিশেষ বার্তা পেলেন রুক্মিণী মৈত্র। এদিন সন্ধ্যায় বিশেষ বান্ধবীর জন্য বিশেষ পোস্ট লিখলেন দেব।
রুক্মিণীর জন্মদিনে দেব কী লিখলেন?
টলিউডের অন্যতম পাওয়ার কাপল হলেন দেব এবং রুক্মিণী। তাঁরা মাঝে মধ্যেই তাঁদের অনুরাগীদের কাপল গোল দিয়ে থাকেন। একে অন্যের জন্মদিন উদযাপন করেন মনে রাখার মতো করে। তাই এবারেও বাদ গেল না 'বিনোদিনী'র জন্মদিন। রুক্মিণীর জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেন ঘাটালের সাংসদ, সেখানে তাঁদের বিভিন্ন ট্রিপের ছবি দেখা যাচ্ছে।
আরও পড়ুন: এবার অরিজিতের 'ভিদা করো' কৌশিকীর গলায়, মুগ্ধ ইন্দ্রাশিস - জনিতা গান্ধীরা কে কী বললেন?
এই ছবিগুলো পোস্ট করে দেব লেখেন, 'শুভ জন্মদিন রুক্মিণী। তোমার উপস্থিতি দিয়ে আমার জীবনকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। তুমি যা যা চেয়েছ ঈশ্বর যেন সেগুলো সব তোমাকে উপহার দেন। আর এটা বলার অপেক্ষা রাখে না যে তুমিই আমার সেরা ট্রাভেল পার্টনার। শুভ প্রতিদিন, শুভ প্রতি ঘণ্টা, প্রতি মুহূর্ত।'
দেবের এই পোস্টে অনেকেই রুক্মিণীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রুক্মিণী মৈত্রর কাজ প্রসঙ্গে
রুক্মিণী মৈত্রকে শেষবার জিতের সঙ্গে বুমেরাং ছবিতে দেখা গিয়েছে। আগামীতে তাঁকে নটী বিনোদিনী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবি তো আছেই! সেখানেও একেবারে নতুন লুকে ধরা দেবেন দেব প্রেয়সী।
প্রসঙ্গত দেব এবং রুক্মিণী বিগত কয়েক বছর ধরে প্রণয়ের সম্পর্কে আছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা বিয়ের কথা কিছুই ঘোষণা করেননি। তবে যে কোনও বিশেষ অনুষ্ঠান মূলত একে অন্যের জন্মদিনটি মনে রাখার মতো করে পালন করেন। ঘুরতে যান নানা জায়গায়।