শাহিদ কাপুর আবারও যে রাফ অ্যান্ড টাফ লুক নিয়ে আসতে চলেছেন তাঁর নতুন ছবি দেবায় সেটা ছবির ঝলকই বুঝিয়ে দিল। আর তাঁর এই আসন্ন ছবির ঝলক দেখে অনেকেরই উড়তা পঞ্জাব, হায়দার ছবির কথা মনে পড়েছে।
দেবা ছবির ট্রেলার
দেবা ছবিটির ট্রেলার মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ডের। সেখানে দেখা যায় যে পুলিশের একটা অনুষ্ঠানে কীভাবে আততায়ীরা ঢুকে পড়ে এবং পুলিশদের হত্যা করে। সেটার বদলা কীভাবে একজন পুলিশ হয়ে শাহিদ কাপুর নেবেন সেটা নিয়েই এই ছবির গল্প। কিন্তু একি! শাহিদ কাপুর পুলিশ নাকি মাফিয়া? সে নিজেকে অন্তত সেটা বলেই পরিচয় দেয়, এবং একই সঙ্গে তাঁর মারধরের স্টাইল দেখে সবাই সেটাই ভাবে। এই গোটা ট্রেলার জুড়ে যেমন ধুমধাম মারপিট আছে তেমন আছে ভরপুর বিনোদন, অর্থাৎ নাচ গান। কয়েক ঝলক পূজা হেগড়েকেও দেখা যায় এই ছবির ট্রেলারে। আছেন পাভেল গুলাটিও।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বলিউড শাহিদ কাপুরকে সেভাবে ব্যবহারই করতে পারল না।' কেউ আবার লেখেন, 'ট্রেলার কেমন হওয়া উচিত সেটা এই ট্রেলার দেখলে বোঝা যাবে। এক সঙ্গে যেমন টানটান, তেমনি ভালো করে সবটা বোঝানোও হল না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হায়দার, উড়তা পঞ্জাব, কবীর সিং সহ সবকিছুর আমেজ আছে এখানে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'সেই পুরোনো রাফ অ্যান্ড টাফ শাহিদ কাপুর ফিরে এসেছে।' আরেকজন লেখেন, 'রোহিত শেট্টির শেখা উচিত পুলিশদের নিয়ে সিনেমা কীভাবে বানানো উচিত।'
আরও পড়ুন: প্রথম বিয়ে ভাঙার পর অন্ধকারে ডুবে যান দুর্নিবার! বললেন, ‘নিজেকে বাঁচাতে সব সেভিংস স্যাক্রিফাইস করি’
প্রসঙ্গত দেবা ছবিটির পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রু। সিদ্ধার্থ রায় কাপুর এবং উমেশ কে আর বংসল ছবিটির প্রযোজনা করেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি, প্রমুখ।