মুক্তি পেল দেবরা পার্ট ১ ছবির ট্রেলার। এতদিন এরিয়াল অ্যাকশন, মাটিতে অ্যাকশন দেখেছেন দর্শকরা। এবার এই ছবিতে দেখবেন সমুদ্রের জলের মধ্যে অ্যাকশন। অ্যাকশনে ঠাসা এই ছবির ঝলক নজর কাড়ল।
দেবরা পার্ট ১ ছবির ট্রেলার
ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে একজন মানুষ সমুদ্রের পাড়ে বসে আছেন। আর উত্তাল সমুদ্রের ঢেউ তাঁর সামনে এসে আছড়ে পড়ছে। কিন্তু ঢেউয়ের রং লাল। এরপর প্রকাশ রাজের কণ্ঠ শোনা যায়। তিনি বলে ওঠেন এই সমুদ্রের জল নাকি তাঁর জন্যই রক্তাক্ত হয়েছে। তারপর দেখা যায় মাঝ সমুদ্রে থেকে পাচার আটকাতে সে অস্ত্র হাতে জলে দাঁড়িয়ে অপরাধী নিধন করে। এরই মাঝে এক ঝলক জাহ্নবী কাপুর এবং সইফ আলি খানকে দেখা যায়।
আরও পড়ুন: হেয়ার স্টাইলিস্টকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ! গিল্ডের ১১ সদস্যের নামে দায়ের হল FIR
এই ছবিতে সইফ আলি খানকে জুনিয়র এনটিআরের বন্ধু হিসেবে দেখা যাবে। সে একজন অত্যন্ত নৃশংস মানুষ। আর জাহ্নবী কাপুর হবেন জুনিয়র এনটিআরের প্রেমিকা। এই ছবিতে অভিনেতাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নেপথ্যে চলতে থাকা কণ্ঠস্বরের থেকে জানা যায় ভৈর অর্থাৎ সইফ সমুদ্রের দানবদের পরাজিত করতে দেবরা অর্থাৎ জুনিয়র এনটিআরকে তৈরি করেছেন। এখানে জুনিয়র এনটিআরের দুই চরিত্রের নাম দেবরা এবং বড়ধা।
গোটা ট্রেলার জুড়েই ধুন্ধুমার অ্যাকশন দেখা গেল। সঙ্গে অল্প নাচের দৃশ্যও ছিল। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় সইফ আলি খান, জাহ্নবী কাপুর, জুনিয়র এনটিআর ছাড়াও আছেন শ্রুতি মারাঠে, প্রকাশ রাজ, প্রমুখ।
আরও পড়ুন: শৌচাগারের দেওয়ালের ফুটো দিয়ে নায়িকার ভিডিয়ো বানানোর চেষ্টা! অভিযুক্তের সদস্যপদ কাড়ল ফেডারেশন
প্রসঙ্গত গত ৬ বছরে ত্রিবিকম শ্রীনিবাস পরিচালিত অরবিন্দ সামেথা বীর রাঘব ছবির পর এই বছর আবার একক নায়ক হিসেবে জুনিয়র এনটিআরের ছবি মুক্তি পাচ্ছে।