বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ছবি ‘দেবী চৌধুরানী’ ইতিমধ্যেই দর্শকদের প্রশংসায় প্রশংসিত হয়েছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। তবে এবার এই জয়যাত্রা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা ভারতবর্ষে।
‘দেবী চৌধুরানী’ বাংলায় মুক্তি পেয়েছিল গত ২৬ অক্টোবর। এবার গোটা ভারতে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ১০ অক্টোবর গোটা ভারতবর্ষে মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’। সম্প্রতি এডিটেড মোশন পিকচার এই খবরটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখে, বাংলার মানুষের ভালোবাসা পেয়ে এবার আমাদের জয়যাত্রা পথ সারা ভারতে। জয় ভৈরবী।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
দর্শকরা কীভাবে টিকিট বুক করবেন সেই বিস্তারিত বিবরণ দেওয়া আছে পোস্টের মধ্যে। বোঝাই যাচ্ছে এবার গোটা ভারতবর্ষের মানুষ দেবী চৌধুরানীর জীবনযুদ্ধের কাহিনীর সঙ্গে পরিচিত হবে। তবে পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই দাবি করেছেন ভারতবর্ষে যখন মুক্তি পাবে তখন এটি যেন হিন্দি ভাষায় মুক্তি পায়। শুধু বাংলা ভাষায় মুক্তি পেলে, গোটা ভারতবর্ষের মানুষ ছবিটির সঙ্গে একাত্ম হতে পারবে না।
প্রসঙ্গত, সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি হওয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবী চৌধুরানী’ উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া এই সিনেমা দেখে আরও একবার আপনার গায়ে কাঁটা দেবে। আবারও মনে করাবে, নারী শক্তি যদি চায় তাহলে পৃথিবীর যে কোনও অসাধ্যকে সাধন করতে পারে সে।
প্রসেনজিৎ এবং শ্রাবন্তী ছাড়া বিশেষভাবে নজর কেড়েছেন কিঞ্জল নন্দ। প্রফুল্লর শশুরের ভূমিকা অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। চিরকালের মতো দাপুটে চরিত্রে তিনি অসাধারণ। প্রফুল্লর সতীনের ভূমিকায় অভিনয় করেছেন দর্শনা বণিক, রঙ্গরাজ চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং নিশি চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখে মুগ্ধ দর্শকরা।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবির কোরিওগ্রাফার প্রদ্যুম্ন কুমার সাঁই এবং মোহন দাস। উত্তর কলকাতা থেকে বীরভূম, পুরুলিয়া থেকে বিহারের বিভিন্ন জায়গায় হয়েছে এই ছবির শ্যুটিং। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।