Khadan 20 Cr at BO: বহুরূপীকে পিছনে ফেলে ২০ কোটির ক্লাবে দেবের ‘খাদান’, ১ম কোন বাংলা ছবি ছোঁয় এই মাইলফলক?
Updated: 03 Feb 2025, 03:41 PM IST Priyanka Mukherjee 03 Feb 2025 Khadan, Khadan Box office Collection, Bahurupi, Dev, Jisshu Senguptaবড়দিনের ঠিক মুখেই বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি খাদান। আর প্রথম থেকেই বক্স অফিস দাপিয়ে বলে বেরিয়েছে যা যা বলে দে তোর বাপ এসেছে। ৪৪ দিনের মধ্যেই ২০ কোটির ব্যবসা হাঁকাল এই ছবি।
পরবর্তী ফটো গ্যালারি