বাংলা নিউজ > বায়োস্কোপ > Devlina Kumar-Gourab Chatterjee: উত্তমকুমারের নাতবউ, কীভাবে শুরু হয়েছিল দেবলীনা-গৌরবের প্রেম?

Devlina Kumar-Gourab Chatterjee: উত্তমকুমারের নাতবউ, কীভাবে শুরু হয়েছিল দেবলীনা-গৌরবের প্রেম?

দেবলীনা-গৌরব

কীভাবে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ? এই প্রশ্ন দেবলীনা কুমার জানান, পরিচয় তাঁদের অনেক আগে থেকেই ছিল। তবে ভালোলাগার কথা বলে ওঠা হয়নি। গৌরব নাকি ভীষণ লাজুক, তাই তিনি এগিয়ে এসে বিশেষ কথা বলতেন না। সেই কারণেই নাকি দুজনের কথাবার্তা শুরু হতে অনেকটা সময় লেগে যায়। 

অভিনেত্রী,নৃত্যশিল্পী হিসাবেই তাঁকে চেনেন সকলে। তবে তাঁর আরও একটি পরিচয় হল তিনি উত্তম কুমারের নাতবউ। মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। তা কীভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন গৌরব-দেবলীনা? জিং বাংলার দিদি নম্বর ওয়ানের একট বিশেষ পর্বে হাজির হয়ে একে অপরের প্রেমে পড়ার গল্প শুনিয়েছিলেন টলিপাড়ার তারকা দম্পতি।

কীভাবে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ? এই প্রশ্ন দেবলীনা কুমার জানান, পরিচয় তাঁদের অনেক আগে থেকেই ছিল। তবে ভালোলাগার কথা বলে ওঠা হয়নি। গৌরব নাকি ভীষণ লাজুক, তাই তিনি এগিয়ে এসে বিশেষ কথা বলতেন না। সেই কারণেই নাকি দুজনের কথাবার্তা শুরু হতে অনেকটা সময় লেগে যায়। তবে কথা হওয়ার পর প্রেমটা বেশ সুন্দরভাবেই এগিয়েছিল তাঁদের।

আরও পড়ুন-বুট পরে পায়ে একাধিক ফোসকা, রাস্তায় ঐন্দ্রিলার পায়ে ব্যান্ডেড লাগালেন সুদীপ্তা..

আরও পড়ুন-পল্লবী মৃত দাবি করে অ্যাকাউন্ট থেকে তোলা হল ৯ লক্ষ টাকা, হতবাক প্রসেনজিতের বোন

<p>দেবলীনা-গৌরব</p>

দেবলীনা-গৌরব

২০১৭ সালে গৌরবের দিদির বাড়ির লক্ষ্মীপুজোয় গিয়েছিলেন দেবলীনা কুমার। সেখানেই একে অপরের হঠাৎ প্রেমে পড়ে যান। দেবলীনা কুমারের কথায়, বন্ধুত্ব থেকে তাঁদের প্রেম হয়নি। সরাসরি প্রেমে পড়েছিলেন তাঁরা। অর্থাৎ প্রথম থেকেই তাঁরা নাকি একে অপরের প্রেম হাবুডুবু খাচ্ছিলেন। তারপর থেকেই এই জুটিকে নিয়ে টলিপাড়ায় চর্চা শুরু হয়ে যায়। সেবছরই গৌরবের ছোটবোনের বিয়েতে বলিউডের ‘বোলে চুড়িয়া’ গানে নেচেছিলেন গৌরব-দেবলীনা। যে ভিডিয়ো উঠে এসেছিল নেটমাধ্য়মেও। দেবলীনা জানান, ধীরে ধীরে তাঁদের সম্পর্ক আরও গভীর হলে, তাঁরাও বিয়ের সিদ্ধান্ত নেন।

২০২০-র ৯ ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমার। বৈদিক নিয়মে সম্প্রদান ছাড়াই সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে বাংলা ধারাবাহিক ছাড়াও বড়পর্দাতেও অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়। অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় কীর্তন: ঘরে ঘরে এক গল্প ছবিতে অভিনয় করছেন তিনি।অন্যদিকে দেবলীনা কুমারও তাঁর আগামী ছবির কাজে ব্যস্ত।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন