বাংলা নিউজ > বায়োস্কোপ > Devlina Kumar: হাতে দুটো বাংলা ছবি, তাও কেন দেবলীনার গলায় আক্ষেপ ‘বাবার জন্যই সকলে ফোন করেন’!

Devlina Kumar: হাতে দুটো বাংলা ছবি, তাও কেন দেবলীনার গলায় আক্ষেপ ‘বাবার জন্যই সকলে ফোন করেন’!

বাবাকে নিয়ে গলায় কেন আক্ষেপ দেবলীনা কুমারের। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)

সাদা রঙের পৃথিবী ও রক্তবীজ সিনেমায় দেখা মিলবে অভিনেত্রী দেবলীনা কুমারের। তাও কেন আক্ষেপ তাঁর গলায়?

টলিউডে বর্তমানে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী দেবলীনা কুমার। তবে প্রায়শই তাঁকে কটাক্ষ শুনতে বাবার পরিচয় নিয়ে। তৃণমূল নেতা ও বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে যে তিনি! সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় উঠে এল আক্ষেপ! জানালেন, সিনেমা নয়, বাবার জন্যই নাকি তাঁর কাছে বেশি ফোন আসে। 

বুধবার সোশ্যালে সেট পরীক্ষায় প্রথম হওয়ার মার্কশিট শেয়ার করেছিলেন। সঙ্গে ক্য়াপশনে জুড়ে দিয়েছিলেন, ‘অনলাইনে বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছেন।’ সঙ্গে আবার যোগ করেন, ‘অতটাও মূর্খ নই’। 

এই সময়কে দেবলীনা এক সাক্ষাৎকারে জানান, ‘কাজের জন্য কেউ ফোন করে না। সবাই কনফিডেন্সিয়াল আপডেটস নেওয়ার জন্য ফোন করে। তাই কাজের বিষয় পোস্ট করতেই মনে হয় আদৌও কি কেউ খবর নেবেন।’

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দেন দুটি সিনেমার খবর যাতে খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে। একটি হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজ এবং অপরটি রাজর্ষী দে-র সাদা রঙের পৃথিবী। 

রাজর্ষীর ছবিতে তিনি ছাড়াও রয়েছেন অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। কাশীর বিধবাদের উপর এই ছবি। মূলত বেনারসেই শ্যুটিং। আধুনিক সময়ে দাঁড়িয়ে সমাজে বিধবাদের অবস্থানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। মুক্তি মণ্ডপ নামে একটি বিধবা আশ্রমকে কেন্দ্র করেই এগোবে ঘটনা।  

অন্য দিকে, পুজোয় মুক্তি পাবে রক্তবীজ। শিবপ্রসাদ-নন্দিতা জুটির প্রাক্তন, হামি, গোত্র ছবিতে এর আগেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। 

প্রসঙ্গত, গত বছর সাহেবের চিঠি ধারাবাহিক দিয়ে টিভিতে ডেবিউ করেন দেবলীনা। খলনায়িকার চরিত্রে দেখা মিলেছিল তাঁর। খুব প্রশংসাও পেয়েছিল অভিনয়। তবে কম টিআরপির কারণে সেই সিরিয়াল খুব বেশিদিন চলেনি। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন