এবার নারদকাণ্ড নিয়ে মুখ খুললেন দেবলীনা কুমার। বরাবরই নিজের চিন্তাভাবনা স্পষ্টভাবে জানাতে ছাড়েন না তিনি। এবারও তার অন্যথা হলো না। সম্প্রতি, নারদকাণ্ডে সিবিআই-য়ের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের চার হেভিওয়েট মন্ত্রী-নেতা। এঁদের মধ্যে রয়েছেন রাজ্যের শাসকদলের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। রয়েছেন রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। প্রত্যেককেই বাড়ি থেকে গ্রেফতার করে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। খবর পেয়ে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। নিম্ন আদালতে চারজনের জামিনের মঞ্জুর হলেও হাইকোর্ট সেই জামিনের ওপর অন্তর্বতীকালীন স্থগিত জারি করেছে।
নারদের স্টিং অপারেশন ও এই ঘটনা প্রসঙ্গে নেটমাধ্যমে এক নেটনাগরিকের পোস্ট শেয়ার করেছেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের কন্যা। গোটা ব্যাপারটার মধ্যে গন্ডগোল আছে বলে মনে করে সেই পোস্টে 'ক্ষমতাশালীরা মাত্র পাঁচ লক্ষ টাকা ঘুষ খাবেন?' বলে বিস্ময় প্রকাশ করেছেন দেবলীনা। 'এই সামান্য টাকার জন্য ক্ষমতাশালীরা ছুঁচো মেরে হাত গন্ধ করবেন?' প্রশ্ন তুলে সেই নেটিজেনের আরও মন্তব্য পাঁচ লক্ষ টাকায় কী হয় কারণ তাঁর মতো অতি সাধারণ একজন মানুষও যে গাড়িটি ছোড়েন তার মূল্য পাঁচ মুখের অনেক বেশি। বক্তব্য শেষে নেটিজেনের সন্দেহ,' নারদকাণ্ড সাজানো নয় তো?', যার সঙ্গে পুরোপুরি সহমত দেবলীনা। এরপরেই দেবলীনা কুমারের এই পোস্ট শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁকে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেন।উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঠান্ডা যুদ্ধ চলছে এই দুই অভিনেত্রীর।