বাংলা নিউজ > বায়োস্কোপ > Devlina Kumar: 'আবার যদি লকডাউন হয়...' হঠাৎ এমন কথা কেন দেবলীনার মুখে

Devlina Kumar: 'আবার যদি লকডাউন হয়...' হঠাৎ এমন কথা কেন দেবলীনার মুখে

হোমমেকার হতে চান দেবলীনা

Devlina Kumar: গৃহবধূ হতে আপত্তি নেই দেবলীনা কুমারের। যদিও এখন তিনি দাপিয়ে কাজ বেড়াচ্ছেন। একদিকে তিনি নৃত্যশিল্পী, অন্যদিকে অধ্যাপক। আবার টলিউডের ছোট, বড় পর্দায় চুটিয়ে অভিনয়ও করছেন। কিন্তু এই সব কিছুর মধ্যে তাঁর সব থেকে ভালো লাগে যেটা করতে সেটা হল সংসার।

আজকালকার যুগেও কেবল হাউজ ওয়াইফ! কোনও কাজ করেন না! বরের থেকে হাত খরচ নেন? সারাদিন সংসার সামলাচ্ছেন! হঠাৎ করে যদি কোনও গৃহবধূর সঙ্গে আজকাল কারও আলাপ হয় এগুলোই অধিকাংশ মানুষের প্রতিক্রিয়া হয়ে থাকে। অনেকেই যেন বিষয়টা মানতে পারেন না। আবার কারও কারও মতে যাঁরা হাউজ ওয়াইফ হন তাঁদের জীবনে খালি সুখ আর সুখ। কোনও কাজ করতে হয় না। যেন সংসারে কোনও কাজই থাকে না। এগুলো নিয়ে অন্যরা বিশেষ ভাবিত না হলেও স্বেচ্ছায়, বা অনিচ্ছায় যাঁরা হাউজ ওয়াইফ হয়েছেন তাঁদের প্রভাবিত করে বইকি। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)।

দেবলীনা কুমার সম্প্রতি একটি পোস্ট করেছেন সেখানেই যেন বহু নারীর না বলা কথা উঠে এসেছে।

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ঘরের টেবিলে তিনি সুন্দর করে সাজিয়ে বিভিন্ন রকমের পদ পরিবেশন করেছেন। সেখানে মিষ্টি, পোলাও, পাঁঠার মাংস, মাছ সহ আরও কত কী না আছেন সঙ্গে আছে রজনীগন্ধার মালা, শাড়ির ট্রে, চকলেট। অভিনেত্রীর এক নিকট বন্ধুর আইবুড়ো ভাত ছিল। সেটার জন্যই তিনি এক আয়োজন করেছিলেন। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'নিজের হাতে সবটা করা, সাজানোর মজা আলাদা। ঘরকন্না করা আমার পছন্দের কাজ।'

তার মানে কখনও যদি অভিনেত্রীকে কেবল সংসার সামলাতে হয় তাতে তাঁর আপত্তি নেই তাই তো? এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আসলে গৃহবধূদের সব থেকে বেশি খাটনি পড়ে। তাঁদের জীবনে সময়ের কোনও মাপকাঠি নেই। বাড়ির প্রতিটা মানুষ থেকে প্রতিটা জিনিসের যত্ন নিতে হয় তাঁদের। খেয়াল রাখতে হয়। এমন সময় যদি পরিবারের সবাই একটু সাহায্য করে তাহলে কাজ করা অনেক সহজ হয়ে যায়। আর আমি সংসার করতে ভালোবাসি। এটা আমার পছন্দের কাজ। যদি কখনও আবার লকডাউন হয় আমায় আবার বাড়ি থাকতে হয়, বাড়ির সব কাজ করতে আমার বেশ ভালোই লাগবে।'

বন্ধ করুন