দেবলীনা কুমার বর্তমানে মনোজ মুরলি নায়ারের সঙ্গে জুটি বেঁধে একাধিক কাজ করছেন। তাঁদের বেশ কিছু মিউজিক ভিডিয়ো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। কিন্তু সেই কাজ করতে গিয়ে কি দুজনের মনের আদান প্রদান হয়েছে? গৌরবের সঙ্গে বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে কি? এই সমস্ত প্রশ্নই এদিন অনুরাগীদের মনে উঠে এসেছে অভিনেত্রীর নতুন পোস্ট দেখে। তবে জানিয়ে রাখা ভালো, এসবই তাঁদের নতুন মিউজিক ভিডিয়োর দৃশ্য। তাঁরা কেবলই সহকর্মী। আর গৌরবের সঙ্গে দেবলীনার সর্ম্পকেও কোনও ফাটল ধরেনি।
কী ঘটেছে?
এদিন দেবলীনা কুমার তাঁর ইনস্টাগ্রামের পাতায় দুটো ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে লাল বেনারসি, মাথায় টোপর, লাল চেলির ওড়না। গা ভর্তি সোনালি গয়না , হাতে আলতা। তাঁকে আগলে পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন মনোজ মুরলি নায়ার। তাঁর পরনে সাদা ধুতি পঞ্জাবি।
এদিন এই ছবি দুটো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বিবাহ সম্পন্ন হল, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য ' আর সেটা দেখেই অনেকে ভুল ভেবেছেন। যদিও অভিনেত্রী তার পরের লাইনেই লিখেছেন, ' রইল আমোদিনীর ইউটিউব চ্যানেলে।' এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এদিন মুক্তি পেয়েছে মনোজ মুরলি নায়ার এবং দেবলীনা কুমারের যৌথ প্রয়াসে বানানো নতুন মিউজিক ভিডিয়ো ভালোবেসে সখী।
কে কী বলছেন?
অনেকেই এদিন দেবলীনাকে না বুঝেই কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'গৌরবকে আবার ডিভোর্স ! দারুণ।' কেউ আবার লেখেন, 'মানে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মানে? রিল, রিয়েল কোনওটাতেই নিমন্ত্রণ পেলাম না ?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এটা তোমার থেকে আশা করিনি দাদা।'
আরও পড়ুন: সামান্থার সঙ্গে বিচ্ছেদে কোনও হাত ছিল না শোভিতার! নাগা চৈতন্য বললেন, 'ওকে এভাবে সবেতে টেনে আনা…'