টিভি-র চেনা মুখ দেবলীনা কুমার। সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ। বিধায়ক দেবাশিষ কুমার-কন্যা সোমবার আগুন লাগালেন সোশ্যাল মিডিয়ায়। বনেদি বাড়ির বধূ বেশে হাজির হলেন ঠিকই, তবে চোখ টানল তাঁর খোলা পিঠ। অভিনেত্রীর শেয়ার করা এই রিল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একটি আগুন রাঙা বেনারসি পরেছেন দেবলীনা। খোলা চুল। হাতে শাঁখা-পলা-চুরি। নাকে নথ। কপালে লাল টিপ, গলায় ভারী নেকলেস। এই রিল দেখে অভিনেত্রীর এক ভক্ত তো লিখেই ফেললেন, ‘তুমি সত্যিই দেবী দুর্গা। কী অপরূপ লাগছে তোমায়।’ আরেকজন লিখলেন, ‘সব রকমের পোশাকেই তুমি এত সাবলীল। একটা আলাদাই আকর্ষণ আছে তোমার মধ্যে। যা থেকে চোখ ফেরানোই যায় না।’
তবে পিছু ছাড়েনি ট্রোলাররা। একজন লিখেছেন, ‘লজ্জাই নারীদের ভূষণ...যতই করো পাবে না আসন...’। দেবলীনা অবশ্য জানেন সোশ্যাল মিডিয়ায় এসব সমালোচকদের মুখ কীভাবে বন্ধ করাতে হয়। কটাক্ষে জবাব দেন হামেশাই। ট্রোলারকে ট্রোল করার সুযোগ ছাড়েন না উত্তম কুমারের নাত বউ।
২০২০-র ডিসেম্বরে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। কাজের পাশাপাশি চুটিয়ে সংসারও করছেন। বরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রোম্যান্টিক ছবিই তার প্রমাণ। আরও পড়ুন: কখনও বন্দুক উঁচিয়ে আছেন তো কখনও চুমু খেতে যাচ্ছেন, সিটাডেল-এ প্রিয়াঙ্কা রহস্যময়ী
২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দেবলীনার শ্বেতকালী সিরিজ। এখানে তাঁর সঙ্গে কাজ করেছেন ঐন্দ্রিলা। সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘সাহেবের চিঠি’। যেখানে তিনি ছিলেন খলনায়িকার ভূমিকায়। সঙ্গে দেবলীনা ফিটনেস ফ্রিক। ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালিয়ে চষে বেড়ান গোটা কলকাতা। খুব ভালো নাচ করেন। জড়িত আছেন শিক্ষকতার পেশার সঙ্গেও। সব মিলিয়ে ‘সর্বগুণ সম্পন্না’।
সম্প্রতি বাবার পরিচিতির জেরে কাজ পেয়েছেন এমন কথা উঠলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে বলেন, ' এটা হয়তো ঠিক, কিছু মানুষের অ্যাকসেস হয়তো আমি পেয়েছি সহজে। একটা কাজ দিয়ে যদি মানুষ দেখতেন, আমি সেই কাজের উপযুক্ত নই, তা হলে আমার কাছে পরের কাজগুলো আসতই না। ধরেই যদি নিই, আমার বাবার বিধায়ক পরিচিতির কারণে তাঁরা আমাকে কাজ দিয়েছেন, তা হলে পরবর্তী কাজগুলো আমি পেয়েছি আমার মেধা এবং পরিশ্রমের কারণেই।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)