আরজি কর নিয়ে বাংলা যেন ফের একবার মিছিল নগরী। রাগে, দুঃখে, ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। নির্যাতিতার বিচার চেয়ে সকলে রাজপথে। দেখে বোঝার উপায়ই নেই, সামনে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো কড়া নাড়ছে। এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘১ মাস ১দিন তো হল, উৎসবে ফিরে আসুন’ মন্তব্য আগুনে ঘি পড়ার কাজ করেছে। এবার দুর্গোৎসব নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে, অভিনেত্রী দেবলীনা কুমার।
আরজি কর ইস্যু নিয়ে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় মুখ বন্ধ রেখেছেন। কাজ নিয়ে নানা পোস্ট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এলেও, আরজি কর নির্যাতিতাকে নিয়ে ছিলেন স্পিকটি নট। হতে পারে, যেভাবে শাসক দলের দিকে অভিযোগ উঠছে, তাতে তিনি কিছু বললেই, বাবার পরিচয় নিয়ে ট্রোল করা হবে ভেবে, চুপ থাকাই শ্রেয় মনে করেছিলেন। যদিও তাঁর স্বমী গৌরবের সোশ্যাল মিডিয়া দেখেছে প্রতিবাদ!
আরও পড়ুন: ‘আবার সেই দু নৌকায় পা…’! বিচারও চাই, উৎসবও চাই, আরজি কর নিয়ে লিখলেন ইমন, কটাক্ষ ক্ষিপ্ত জনতার
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেবলীনা জানালেন, বর্তমানে কলকাতার যা অবস্থা, তাতে পুজো নিয়ে আলাদা করে কিছুই ভাবছেন না তিনি। ‘এই মুহূর্তে, পুজো নিয়ে ভাবা সঠিক সময় বলে মনে হচ্ছে না। তবে পুজো তো প্রতি বছরই আসে। আমরা হয়তো উদযাপন করব, তবে বিচার না পেলে একটা ভারী হৃদয় নিয়ে তা হবে।’ ই টাইমসকে বললেন দেবলীনা।
‘এটা মা দুর্গার ঘরে ফেরা। প্রতিটা বাঙালির কাছে ভীষণ ইমোশনাল। এটা আমাদের শৈশবে নিয়ে যায়। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা একপ্রকার অসম্ভব।’ সঙ্গে আরও যোগ করলেন, ‘পার্থক্য হল, এখন আরও অনেক আগের থেকে প্যান্ডেল তৈরি করার কাজ শুরু হয়ে যায়।’
আরও পড়ুন: পিয়ানো-গানে প্রতিবাদের ভাষা! কালো জামা, মাথায় ফিতে, মেয়ের ভিডিয়ো শেয়ার সুদীপ্তার
সঙ্গে দেবলীনা আরও জানালেন, তাঁর কাছে পুজো মানেই জমিয়ে খাওয়া-দাওয়া। বললেন, ‘আমার শুরুটা হয় ফুচকা দিয়ে। কারণ এটা ছাড়া কিছু তো ভাবাই যায় না। তারপর বিরিয়ানি, ভাত, কষা মাংস তো আছেই।’ সঙ্গে জানালেন, তিনি বাড়ির পাশের প্যান্ডেলেই বেশিরভাগ সময় থাকেন। তবে সময় কাটান বন্ধুবান্ধব ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গেও।