আছে ক্লাসরুম আছে চক, আছে টিচারের বকবক, ‘চলো পাল্টাই’ সিনেমার এই গান শুনলেই মনে পড়ে স্কুলের দিনের কথা। একঘেয়ে স্কুলের ইউনিফর্ম একসময় লাগে রঙিন, ভারী স্কুলের ব্যাগ জীবনের ভারের থেকে অনেক হালকা লাগে। সকলের মতো অভিনেত্রী দেবলীনা কুমারের কাছেও স্কুল জীবন মানেই একঝাঁক মিষ্টি মুহূর্ত।
কলকাতার কার্মেল হাই স্কুলের ছাত্রী দেবলীনা। সম্প্রতি উইন্টার কার্নিভাল চলছে সেই স্কুলে, যেখানে নাচ এবং ফ্যাশন শোয়ের বিচারক হিসেবে ডাক পেয়েছিলেন দেবলীনা। খুব স্বাভাবিকভাবেই নিজের স্কুলে কিছুক্ষণ কাটানোর মুহূর্ত মিস করতে চাননি তিনি। তাই আমন্ত্রণে সাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলেন কার্মেল হাই স্কুলে।
আরও পড়ুন: 'আপনার সেলিব্রেটি মনোভাব...', বাড়িতে মেয়ের সঙ্গে ঠিক কেমন আচরণ করেন অভিষেক?
আরও পড়ুন: নগ্নতা নয়, বরং স্বামীর আদুরে ভালোবাসা গায়ে মেখে ম্যাটারনিটি শ্যুট আথিয়ার
স্কুলে ঢুকতেই ছোটবেলার স্মৃতি টাটকা হয়ে ওঠে। পুরনো ক্লাসরুম, পুরনো বেঞ্চে অগণিত স্মৃতি ভেসে ওঠে। ১২ বছর পর স্কুলে সময় কাটিয়ে দেবলীনা বলেন, ‘প্রায় ১২ বছর পর স্কুলে এলাম। আজও ক্লাস রুমে ঢুকলে অন্যরকম অনুভূতি হয়। আমি যে নাচ ভালোবাসি সেটা এই স্কুলে থাকাকালীন প্রথম বুঝতে পারি।’
দেবলীনা আরও বলেন, ‘নিজের স্কুলে আমন্ত্রিত হয়ে আসাই আমার কাছে সৌভাগ্যের। স্কুলের প্রোগ্রাম মানেই আমার নাচ, তখন দিনগুলো ভীষণ রঙিন ছিল। একটা অন্যরকম উন্মাদনা কাজ করত। জীবনের সবথেকে বড় পাওনা এই দিনগুলি।’
১২ বছর পর স্কুলে এসে অভিনেত্রী বলেন, ‘আগে আমরা অনেক বেশি সরল ছিলাম, এখনকার ছেলে মেয়েরা অনেক বেশি ম্যাচিওর। আগেকার সময় যা ছিল তা এখন নেই। আমি যেহেতু কলেজে পড়াই তাই চোখের সামনে গোটা বিবর্তন দেখতে পাই, এখনকার প্রজন্ম আর আমাদের মধ্যে বিস্তর ফারাক।’
আরও পড়ুন: ফের অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ! তবে কি সত্যিই অবসর নিয়ে মুম্বই ছাড়ছেন বিগ বি?
আরও পড়ুন: ভুল নামে ডাকতেই আমিরের ওপর ক্ষেপে লাল রণবীর, সামাল দিতে মাঠে নামলেন কারা?
শিক্ষক শিক্ষিকার সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে দেবলীনা বলেন, ‘আগেকার সময় শিক্ষক-শিক্ষিকাদের আমরা ভীষণ ভয় পেতাম। খুব একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল না তাঁদের সঙ্গে। অনেকটা বড় হতে তবেই বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। এখন ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কের সমীকরণ অনেক পাল্টে গেছে।’